এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ২১তম সোনা। তীরন্দাজিতে তৃতীয়।

কমপাউন্ড তীরন্দাজিতে ভারতের মহিলাদের পর পুরুষেরাও দলগত বিভাগে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল।এই ইভেন্টে ভারতীয় দলে ছিল অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান।স্কোর ভারতের পক্ষে ২৩৫-২৩০।

চার সেটের খেলায় প্রথম সেটে ভারতীয় দল ৫৮ পয়েন্ট করে ও দক্ষিণ কোরিয়া ৫৫ পয়েন্টে । দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় দক্ষিণ কোরিয়া । দ্বিতীয় সেটে দক্ষিণ কোরিয়া ৫৯, ভারত ৫৮ পয়েন্ট করে। তৃতীয় সেটে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয় ভারতীয় তীরন্দাজেরা। তৃতীয় সেটে ভারতীয়রা ৫৯ করে ও দক্ষিণ কোরিয়া ৫৭ তে আটকে যায়। তৃতীয় চারটে ফল দাঁড়ায় ভারতীয়দের পক্ষে ৫৯-৫৭।

আরও পড়ুন : ভারতের ১৯তম ও তীরন্দাজিতে দ্বিতীয় সোনা।

চতুর্থ সেটের আগে ৪ পয়েন্টে এগিয়ে থাকে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট আর ভারতীয়রা ৬০ পয়েন্ট করে। দক্ষিণ কোরিয়া তীরন্দাজিতে প্রচুর শক্তিশালী হলেও আটকাতে পারেনি ভারতকে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।

এটি ভারতের ২১তম সোনা। তীরন্দাজিতে তৃতীয়। আজ সকালে মেয়েদের দল কম্পাউন্ড তীরন্দাজিতে সোনা পেয়েছে।

Exit mobile version