এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ২২ তম সোনা। জাপানকে ৫-১ কোলে হারিয়ে এশিয়া জয় ভারতের।

এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে আজ ভারত জাপানকে ৫-১ গোলে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে। গত এশিয়ান গেমসে ফাইনালে উঠতে পারিনি ভারত। গতবারের ব্রঞ্চ এবার সোনায় পরিবর্তিত হল।এশিয়ান গেমসের ইতিহাসে এটি ভারতীয় হকি দলের চতুর্থ স্বর্ণপদক।

টাইমলাইন

এশিয়ান গেমসে সোনা পাওয়ার জন্য ভারত সরাসরি প্যারিস অলিম্পিক ২০২৪ এ জায়গা করে নিল।

চিত্র: হিন্দুস্থান টাইমস

ভারতের পদক তালিকা : (মোট ৯৫)

সোনা  –   ২২
রুপো  –  ৩৪
ব্রোঞ্জ  –   ৩৯

Exit mobile version