এশিয়ান গেমস ২০২৩: ভারতের ২৪ তম সোনা। তীরন্দাজিতে ওজস প্রভিন দেওতালে। ভারতের ৯৯ তম পদক।

তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ওজাস দেওতালে। সেই ইভেন্টেই রুপো ভারতের। দ্বিতীয় হয়ে রুপো পেলো ওজাস এর এক সময়ের মেন্টর অভিষেক বর্মা। তিরন্দাজির কম্পাউন্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছিল ভারতীয় দুই প্রতিযোগী নিশ্চিত ছিল দু’টি পদক আসছেই। কে সোনা, কে রুপো সেটা চূড়ান্ত হলো ইভেনটি শেষ হওয়ার পর।

শনিবার ওজাস এক বার ৯ পয়েন্ট ও বাকি ১৪ বার ১০ পয়েন্ট মারে। মোট পয়েন্ট হয় ১৪৯। অভিষেকও প্রায় সমানে সমানে লড়লেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এক বার ৯ এবং তৃতীয় রাউন্ডে এক বার ৮ পয়েন্ট পান তিনি। মোট পয়েন্ট হয় ১৪৭।ওজাস তিরন্দাজির বিশ্বকাপেও সোনা জিতেছিলেন।

Exit mobile version