এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি। মহিলা কবাডি দল ২৫ তম সোনা জিতল । সেই সঙ্গে এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক সম্পূর্ণ হলো।
𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝟭𝟬𝟬𝘁𝗵 𝗺𝗲𝗱𝗮𝗹, 𝗲𝘁𝗰𝗵𝗲𝗱 𝗶𝗻 𝗴𝗹𝗼𝗿𝗶𝗼𝘂𝘀 𝗴𝗼𝗹𝗱 🇮🇳 💯
📹 | The historic moment when the Women's Kabaddi team secured the nations 100th medal by winning 🥇 at the 19th #AsianGames 😍 💙#SonySportsNetwork #Cheer4India #Hangzhou2022… pic.twitter.com/oLltureXDK
— Sony Sports Network (@SonySportsNetwk) October 7, 2023
সকাল সকাল ভারতে দুটি সোনার পদক আসছে ভারতে। তিরন্দাজিতেই দুটি সোনা সহ ৪টি পদক যুক্ত হয়েছে ভারতের পদক তালিকায় । কবাডিতে মেয়েদের দল সোনা জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে গেল ভারতের। ম্যাচে দুর্দান্ত খেলেছে ভারত ও চাইনিজ তাইপেই। গ্রুপ ম্যাচে ভারত তাইপেইয়ের সাথে ৩৪-৩৪ এ ড্র করেছিল।সেই ম্যাচের মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালে সোনা জিতে নয় ভারতের মেয়েরা।ভারতের পক্ষে ফল ২৬-২৫।