এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ২৫ তম সোনা। মহিলাদের কাবাডিতে সোনা। ভারতের ১০০ তম পদক।

এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি। মহিলা কবাডি দল ২৫ তম সোনা জিতল । সেই সঙ্গে এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক সম্পূর্ণ হলো।

 

সকাল সকাল ভারতে দুটি সোনার পদক আসছে ভারতে। তিরন্দাজিতেই দুটি সোনা সহ ৪টি পদক যুক্ত হয়েছে ভারতের পদক তালিকায় । কবাডিতে মেয়েদের দল সোনা জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে গেল ভারতের। ম্যাচে দুর্দান্ত খেলেছে ভারত ও চাইনিজ তাইপেই। গ্রুপ ম্যাচে ভারত তাইপেইয়ের সাথে ৩৪-৩৪ এ ড্র করেছিল।সেই ম্যাচের মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালে সোনা জিতে নয় ভারতের মেয়েরা।ভারতের পক্ষে ফল ২৬-২৫।

Exit mobile version