ছেলেদের ক্রিকেটেও সোনা জিতল ভারত । এ বারের এশিয়া গেমসে ২৭তম সোনা পেল ভারত। আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ক্রমতালিকায় এগিয়ে থাকার কারণে সোনা জিতল ভারত।
সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই ২০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম থেকেই আফগান বেটাররা দাঁড়াতে পারিনি ভারতের বোলারদের সামনে। ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রান তোলে আফগানিস্তান। এই সময় আবার বৃষ্টি শুরু হয়। খেলা আর শুরু করা সম্ভব হয়নি।
A moment of 𝐏𝐑𝐈𝐃𝐄 for the entire nation🫡🥇
📹 | ICYMI, here is the historic podium moment of the Indian Men's Cricket Team at the #AsianGames 🥹💙#SonySportsNetwork #Cheer4India #IssBaar100Paar #Cricket #TeamIndia #AsianGames | @Media_SAI pic.twitter.com/mIg3p9SQbL
— Sony Sports Network (@SonySportsNetwk) October 7, 2023
খেলা যখন বন্ধ হয় তখন আফগানিস্তানের হয়ে গুলবাদিন নইব ও শাহিদুল্লা ব্যাট করছিলেন। হিসেবের খাতায় তারা অপরাজিত থেকে যান। গুলবাদিন ও শাহিদুল্লা যথাক্রমে অপরাজিত ২৭ ও ৪৯ রান করে।ভারতের হয়ে একটি করে উইকেট নেন আরশদীপ সিংহ, শিবম দুবে, শাহবাজ আহমেদ এবং রবি বিষ্ণোই।
এবারের এশিয়ান গেমসে পুরুষদের পাশাপাশি ভারতীয় মহিলা দলও সোনা জিতেছে।