এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ২৮ তম সোনা। মানা হলো ভারতের দাবী। পুরুষ কাবাডি দল সোনা জিতল।

এশিয়ান গেমসে ২৮তম সোনা জিতল ভারত। সোনা এনে দিল ভারতের পুরুষ কবাডি দল। গত বারের চ্যাম্পিয়ন ইরানকে হারাল ভারত।

ভারতীয় মহিলা কাবাডি টিম সোনা জেতার পর পুরুষদের কবাডি টিমও সোনা জিতল এশিয়ান গেমসে। ফাইনালে গতবারের সোনা যেতা ইরানকে হারাল ভারত। ভারতীয় দলের পক্ষে ফল ৩৩-২৯। এই নিয়ে এশিয়ান গেমসে ২৮টি সোনা হলো ভারতের ।শনিবার কাবাডির ফাইনালে হয়ে গেল একটি অদ্ভুত চিত্রনাট্য ।

ভারতীয় ও ইরানের প্লেয়ারদের সঙ্গে রেফারির বাক্য বিনিময়।(চিত্র: সনি এল আই ভি / স্ক্রিন গ্রাভস )

ভারত ও ইরানের পয়েন্ট তখন ২৮-২৮। ১ মিনিট ৫১ সেকেন্ডের খেলা বাকি। রেড করতে গিয়েছিলেন পবন। ইরানের কোনও খেলোয়াড়কে স্পর্শ করার আগেই তিনি বাইরে চলে যান। পবনের পিছনে তাড়া করে ইরানের একজন লাইনের বাইরে চলে এসেছিল। তাঁকে স্পর্শ করেছিল আরও তিন জন সতীর্থ।
যেহেতু ইরানের এক জন ডিফেন্ডার নিজে থেকেই কোর্টের বাইরে চলে যায় । রেফারি প্রথমে ভারতকে তিন পয়েন্ট দিয়েছিল। ইরানকে এক পয়েন্ট। পরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে দু’দলকেই এক পয়েন্ট করে দেওয়ার সিদ্ধান্ত হয় । তখনই ভারতের খেলোয়াড়েরা আপত্তি জানায় ।পুরনো নিয়ম অনুযায়ী ভারতের তিন বা চার পয়েন্ট পাওয়ার কথা। নতুন নিয়ম অনুযায়ী, দু’দলকেই এক পয়েন্ট পাওয়ার কথা।

ইরাকের রেফারি, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার আম্পায়ারেরা এই পরিস্থিতিতে কোন দলকে কত পয়েন্ট দেবে তার সিদ্ধান্ত নিতে পারেনি । সমস্যাটি তৈরি হবার কারণ, টুর্নামেন্ট শুরুর আগে পুরনো বা নতুন নিয়ম কোনটি গ্রাহ্য হবে তা ঠিক ভাবে জানিয়ে দেওয়া হয়নি । পুরনো নিয়মে , ভারতের চার পয়েন্ট পাবার কথা। আবার নতুন নিয়ম কার্যকর হলে দু’দলের ১ পয়েন্ট করে পাওয়ার কথা। স্বভাবতই ভারতীয় দল পুরনো নিয়মের দাবিতে অনড় থাকে এবং ইরান নতুন নিয়মে পয়েন্ট দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি খুব জটিল হয়ে দাঁড়ায়। বার বার রিপ্লে দেখেও সিদ্ধান্ত নিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত রেফারি এবং আম্পায়ারেরা। তাঁদের কার্যত বিভ্রান্ত দেখায় ।

ভারত এবং ইরান দুটি দলই তাদের যুক্তিতে অনড় থাকে । শেষে হস্তক্ষেপ করতে হয় এশীয় কবাডি সংস্থার সেক্রেটারি জেনারেল কে । তিনি রিপ্লে দেখে দু’দলকে এক পয়েন্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রতিবাদ জানান ভারতীয় দলের কোচ ভাষ্করণ।প্রতিবাদে ভারতের খেলোয়াড়েরা কোর্টে বসে পড়ে।

ভারতের অনড় অস্থানের সামনে আম্পায়ার, রেফারি ও আয়োজকরা আবার রিপ্লে দেখতে বাধ্য হয়। পুরনো সিদ্ধান্ত থেকে পিচু হটে শেষে ভারতকে ৪ পয়েন্ট ও ইরানকে ১ পয়েন্ট দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ইরানের প্লেয়াররা মাঠের মধ্যে বসে পড়ে প্রতিবাদ করে। কোন দলের ওপরই তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রেফারি ও আয়োজকরা পারছিলেন না। কারণ ভুলটা তার আগেই করে ফেলেছেন। ম্যাচ শুরুর আগে কোন সঠিক নিয়মাবলী বলা হয়নি।

শেষে এশীয় কবাডি সংস্থার কর্তা, ম্যাচ অফিশিয়াল এবং আয়োজকেরা সিদ্ধান্ত নেন , যেহেতু খেলা শুরুর আগে নিয়ম সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি, তাই শেষ পর্যন্ত পুরনো নিয়মকেই মেনে নেওয়া হবে ও ভারতকে ৩ পয়েন্ট ও ইরানকে ১ পয়েন্ট দেওয়া হবে। ইরানের কাছে কিছু করার ছিল না তারা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত মেনে নেয়। পয়েন্ট দাঁড়ায় ৩১-২৯।
এর পার ১মিনিট ৫১ সেকেন্ডের খেলা শুরু হয়। ভারত আরও দুটি পয়েন্ট করে এবং খেলা শেষ হয় ভারতের পক্ষে ৩৩-২৯ ।

Exit mobile version