পর্যটনে ভারত সেরা হল বাংলা গ্রাম কিরীটেশ্বরী (Kiriteswari)।

পর্যটনে ভারত সেরা হল বাংলা গ্রাম কিরীটেশ্বরী (Kiriteswari)। কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক এই গ্রামকেই সেরা পর্যটন গ্রাম হিসাবে বেছে নিয়েছে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। ৩১টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫ টি আবেদনের মধ্যে থেকে সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা, ২০২৩-এ এই নির্বাচন হয়েছে৷ ২৭ শে সেপ্টেম্বর নয়াদিল্লিতে পুরস্কার প্রদান করা হবে।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। তিনি তার বার্তায় কিরীটেশ্বরী গ্রামের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন।

হিন্দু পুরাণ অনুসারে স্থানটির নামকরণ করা হয়েছিল কিরীটেশ্বরী।মন্দিরটির নির্মাণ ১০০০ বছরেরও বেশি পুরানো এবং এই স্থানটিকে মহামায়ার শয়ন স্থান বলে মনে করা হয় । স্থানীয় লোকজন এই মন্দিরটিকে মহিষমর্দিনী নামে ডাকে । দেবীকে মুকুটেশ্বরী (যেহেতু তার মুকুট বা মুকুট পড়েছিল) নামে পূজা করা হয়। আসল মন্দিরটি ১৪০৫ সালে ধ্বংস হয়ে যায়।

পুরানো মন্দির

বর্তমান মন্দিরটি ১৯ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ পুনঃনির্মাণ করেন। এটি স্থান ৫১ টি সতী পীঠের একটি।মনে করা হয় এখানে মা এর মুকুট পড়েছিল।

মায়ের মূর্তি

কিরীটেশ্বরী দেবীকে লাল রংয়ের কাপড়ে আবৃত করে রাখা হয়। প্রতিবছর দুর্গাষ্টমীর বিশেষ তিথিতে দেবীর বস্ত্র পরিবর্তন করা হয়।এটি মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম মন্দির।

Exit mobile version