এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের। ১০ মিটার পুরুষদের এয়ার রাইফেলে।

ভারতের ১০ মিটার পুরুষদের এয়ার রাইফেল দল এশিয়ান গেমস ২০২৩-এ প্রথম স্বর্ণপদক জিতেছে। টিমে ছিলেন রুদ্রাঙ্ক পাতিল, অলিম্পিয়ান দিব্যাংশ পানওয়ার এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমার।

ঐশ্বরী প্রতাপ সিং তোমর ১০ মিটার পুরুষদের রাইফেল ফাইনাল এ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।

ভারত রোয়িং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে ( পুরুষদের চার )।

 

Exit mobile version