এশিয়ান গেমস ২০২৩: ভারতের চতুর্থ সোনা। মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে।

এশা সিং , রিদম সাংওয়ান, এবং মনু ভাকের ( NRAI )

বুধবার চীনের হ্যাংজুতে এশিয়ান গেমসে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে মনু ভাকের, এস এশা সিং এবং রিদম সাংওয়ানের ভারতীয় ত্রয়ী স্বর্ণপদক জিতেছে।
এই ইভেন্টে চীন এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারত।ভারত দলগতভাবে মোট ১৭৫৯ স্কোর করে সোনা , চীন ১৭৫৬ স্কোর করে রৌপ্য অর্জন করে।অন্যদিকে কোরিয়া প্রজাতন্ত্র ১৭৪২ স্কোর করে ব্রোঞ্জ পদক পায়।ফাইনালে ভারতের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেন মনু ভেকর। তিনি একাই স্কোর করেন ৫৯০। এষা এবং রিদম স্কোর করেন ৫৮৬, ৫৮৩।

ক্রীড়া মন্ত্রীর অনুরাগ ঠাকুর তার এক্স হ্যান্ডেলে পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

Exit mobile version