রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।
শুটিং:-
- বেলা ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল।
- দুপুর ২টো ৪৫ মিনিট: ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন সন্দীপ সিং ও অর্জুন বাবুটা।
- দুপুর ৩টে ৩০ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নামবেন মনু ভাকের।
রোয়িং:-
- দুপুর ১টা ৬ মিনিট: মেনস সিঙ্গলস স্কালসের রেপেচেজে নামছেন বলরাজ পানওয়ার।
ব্যাডমিন্টন:-
- বেলা ১২টা ৫০ মিনিট: উইমেন্স সিঙ্গলের গ্রুপ ম্যাচে মলদ্বীপের ফাথিমাথ নাবাহার বিরুদ্ধে লড়াই পিভি সিন্ধুর।
- রাত ৮টা: মেনস সিঙ্গলসের গ্রুপ ম্যাচে জার্মানির ফ্যাবিয়ান রথের বিরুদ্ধে লড়াই এইচএস প্রণয়ের।
টেবিল টেনিস:-
- দুপুর ২টো ১৫ মিনিট: উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে সুইডেনের ক্রিশ্চিনা কালবার্গের বিরুদ্ধে লড়াই শ্রীজা আকুলার।
- দুপুর ৩টে: মেনস সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে স্লোভেনিয়ার ডেনি কজুলের বিরুদ্ধে লড়াই শরথ কমলের।
- বিকাল ৪টে ৩০ মিনিট: উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সির বিরুদ্ধে লড়াই মনিকা বাত্রার।
সাঁতার:-
- দুপুর ৩টে ১৩ মিনিট: ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে নামবেন শ্রীহরি নটরাজ।
- দুপুর ৩টে ৩০ মিনিট: মেয়েদের ২০০ মিটার ফ্রি-স্টাইলের হিটে নামবেন ধীনিধি দেশাইঘু।
বক্সিং:-
- দুপুর ৩টে ৩০ মিনিট: মেয়েদের ৫০ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে লড়াই নিখাত জারিনের।
তিরন্দাজি:-
- বিকাল ৫টা ৪৫ মিনিট: মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী। এর পরেই হবে মেডেল রাউন্ড।
আরও পড়ুন : অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।