ভারতের দ্বিতীয় সোনা ।ক্রিকেটে ঐতিহাসিক প্রথম সোনা জিতল ভারত ।

ভারতীয় মহিলা ক্রিকেট দল দেশের জন্য দ্বিতীয় স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করল।

ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাসের বইয়ে নাম লিখিয়েছে। হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে। এশিয়ান গেমস ২০২৩-এ এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। এখন পর্যন্ত ভারত ১১টি পদক জিতেছে।

এর আগে,ভারত ১০মিটার পুরুষদের এয়ার রাইফেল ইভেন্টে দলগত ভাবে এশিয়ান গেমস এ দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিল।

ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে। মান্দানা ৪৬ ও রড্রিগেজ ৪২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রানে পৌঁছায়। টিতাস সাধু ৪ ওভারে ৬ রান দিয়ে ৩টি উইকেট ও রাজেশ্বরী গায়কওয়াড ৩ ওভারে ২০ রান দিয়ে ২ টি উইকেট পায়। এশিয়ান গেমসের ইতিহাসে ভারত ১৯ রানে জিতে ক্রিকেটে প্রথম সোনা পেল।

Exit mobile version