এশিয়ান গেমস ২০২৩: ভারতের ষষ্ঠ সোনা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে।

এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে স্বর্ণ জয় করে শ্যুটাররা ভারতের পদক সংখ্যায় আরও একটি পদক যোগ করল।

সরবজ্যোত সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল যৌথভাবে ১৭৩৪ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয় স্থানে থাকা চীনের পয়েন্ট ১৭৩৩।এদিকে ভিয়েতনাম তৃতীয় স্থানে ব্রোঞ্জ জিতেছে ১৭৩০ পয়েন্ট নিয়ে ।

এশিয়াডের এই সংস্করণের সামগ্রিকভাবে এটি ভারতের ২৪ তম পদক এবং শুটিংয়ে এটি চতুর্থ স্বর্ণপদক ।

Exit mobile version