I.N.D.I.A. Coordination committee: “বাংলার চাপ” এর জন্যই কি ‘ইন্ডিয়া’ এর সমন্বয় কমিটিতে থাকলেন না সীতারাম ইয়েচুরি?

 

‘ইন্ডিয়া’র বিজেপি বিরোধী জোটের বৈঠকে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সীতারাম ইয়েচুরির এক আসনে বসাটা আলিমুদ্দিন স্ট্রীট একদম ভালোভাবে নেয়নি। নিচু তলার ক্ষোভের কথা জানানো হয়েছিল বারবার।
শুক্রবারের মুম্বাইয়ের বৈঠকে গঠিত হওয়া সমন্বয় কমিটির মধ্যে ইয়েচুরির নাম না থাকা বাম বঙ্গবাহিনীর ‘চাপ’ এর ফল বলেই বিশেষজ্ঞদের মতামত।

বাংলার সিপিএম নেতারা প্রকাশ্যে কিছু না বললেও অনেকেই কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে খুশি।শুক্রবার ‘ইন্ডিয়া’র বৈঠকে চারটি কমিটি তৈরি করা হয়েছে। দুটি কমিটিতে প্রাঞ্জল ও একটি কমিটিতে অরুন কুমার আছেন।
রাজনৈতিক মহলে এদের বিশেষ পরিচিতি না থাকলেও ‘বঙ্গচাপ’এর জন্যই ইয়োচুরিকে এই পথে হাঁটতে হয়েছে বলে অনেকের অভিমত।

Exit mobile version