Bharat: দেশের নাম ইন্ডিয়া এর জায়গায় কি এবার ভারত ।ইঙ্গিত সেই দিকেই।

মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আমন্ত্রণ পত্র কে ঘিরে দেশে আলোরন তৈরি হয়েছে। G20 এর আমন্ত্রণপত্রে মাননীয় রাষ্ট্রপতির পরিচয় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ না লিখে  ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম  ‘প্রেসিডেন্ট অফ ভারত’  লেখা হল।
সংসদের বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদি সরকার নাম পরিবর্তনের জন্য বিশেষ বিল পেশ করতে পারেন বলে অনেকের ধারণা।

রাষ্ট্রপতির এই পত্র সামনে আসার পরেই জাতীয় কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ এক্স বার্তায় বলেন, খবরটি সত্যি। রাষ্ট্রপতি ভবন জি-২০এর পরিপেক্ষিতে ৯ই সেপ্টেম্বর যে নৈশভোজ হবে তার আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া র পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লিখেছে। তিনি এই পোস্টে সংবিধানের এক নাম্বার আর্টিকেলের কথা উল্লেখ করেছেন এবং তার কথায় ইউনিয়ন অফ স্টেট এখন আক্রমণের মুখে। অন্য একটি এক্স পোস্টে তিনি বলেন মোদি, ইতিহাসকে বিকৃত করে ভারতকে বিভক্ত করতে পারেন। কিন্তু আমরা নিরুৎসাহিত হবো না।

এর উত্তরে  বিজেপির সভাপতি জেপি নাড্ডা এক্স পোস্টে জানিয়েছেন, দেশের গর্ব ও সম্মান সম্পর্কিত প্রতিটি বিষয়ে কংগ্রেসের এত আপত্তি কেন?তিনি বলেন, কংগ্রেস তাদের রাজনৈতিক কার্যক্রমের নাম ভারত জোড়ো রাখতে পারে কিন্তু “ভারত মাতা কি জয়” কে ঘৃণা করে।

Exit mobile version