মিগজাউমের দাপটে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ পুরো দিনটা এভাবেই চলবে। তবে কাল থেকে পরিস্থিতি সামান্য হবে। বৃষ্টি ছাড়বে, সূর্য উঠবে আর তার সাথে সাথে ঠান্ডাও পড়বে। যারা এখনো শীত বস্ত্র আলমারি থেকে বার করেননি, তাদের সপ্তাহান্তে তার প্রয়োজন পড়বে।

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে তাণ্ডবলীলা চালিয়েছে মিগজাউম। তারপর থেকেই দিনের বেলা সূর্য উধাও।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহের শেষে স্বমহিমায় ফিরবে শীতের আমেজ। তবে আজ বৃহস্পতিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে । হালকা বৃষ্টিও চলবে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে । রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও সূর্য মেঘের আড়ালে চলে যাওয়ার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে বাকি বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হবে। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 

এই বৃষ্টির হাত ধরে একধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। যদিও তার পরেও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা। শক্তি হারালেও এখনও নিম্নচাপ হিসাবে মধ্য ও উত্তর পূর্ব ভারতে অবস্থান করছে মিগজাউম। মূলত তার জেরেই এই দুর্যোগ বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সারাদিন মেঘলা থাকবে, সূর্য ওঠার সম্ভাবনা কম। তবে শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহের প্রথম থেকেই রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *