আলিপুর মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা ৫০ কোটি টাকার দুর্নীতি মামলায় আজ রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই মামলায় তিন বছর ধরে তদন্ত করছিল সিআইডি। তদন্তে কোন অগ্রগতি না দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই ও ইডির হাতে এই দুর্নীতির তদন্তভার দিয়েছিলেন।আজ শুক্রবার সেই মামলার দিন ছিল।
আজ সিআইডি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে তদন্তভার তাদের হাতেই তুলে দেবার আবেদন জানায়। সিবিআই আদালতে দাবি করে আদালত নির্দেশ দেওয়ার পরও এই মামলা সংক্রান্ত কোনো নথি তুলে দেয়নি সিআইডি।
এ কথা শুনেই বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিআইডির পুনর্বিবেচনা আর্জি খারিজ করে নির্দেশ দেন আগামী ১৮ই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। যদি সিবিআই এর হাতে নথি তুলে না দেওয়া হয় তবে স্বরাষ্ট্র সচিব কে ডেকে পাঠানো হবে।
এরপর সিআইডি কে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন “টাকা কারা আত্মসাৎ করেছে আমি জানি। যারা সাইকেলে চড়ে ঘুরতো, গরিব মানুষের টাকা মেরে তারা এখন গাড়ি চড়ছে। কোটের সঙ্গে খেলা হচ্ছে?”
বিচারপতি গঙ্গোপাধ্যায় সিআইডিকে ভর্ৎসনা করে বলেন, “এই আর্থিক তছরুপের ঘটনায় বিরাট প্রতারণাচক্র কাজ করেছে। প্রায় তিন বছর ধরে তদন্ত করার পরেও সিআইডি এই তদন্তের কিনারা করতে ব্যর্থ হয়েছে।”
সিবিআইকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এটা ৫০ কোটির দুর্নীতি। গরিব মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রামের মানুষ সব্জি বিক্রি করে ওই টাকা রেখেছিল। প্রতারণা করা হয়েছে।”
আবার ইডিকে তিনি বলেন, “যত বড় প্রভাবশালী হোক, গ্রেফতার করুন। এঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ছাড়া উপায় নেই। দ্রুত তদন্ত শুরু করুন।”