ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি বা কর্মী সভায় যোগদানের জন্য নয়, তিনি বাংলায় আসছেন “লক্ষ কন্ঠে গীতা পাঠ” অনুষ্ঠানে যোগ দিতে । পাশাপাশি সকালের সঙ্গে গীতাপাঠে কারার ইচ্ছে প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের অনুষ্ঠান হবে।
অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ নামে একটি সংগঠন এই উদ্যোগ নিয়েছে। এই অনুষ্ঠানে লক্ষ মানুষ একই সঙ্গে গীতাপাঠ করবেন বলে উদ্যোক্তাদের তরফ থেকে বলা হচ্ছে । অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের বিভিন্ন মঠ ও মন্দিরের আধিকারিকরা ।
আয়োজকদের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ, মানস ভট্টাচার্য, বসন্ত শেঠিয়া এবং মনোজ মণ্ডল জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমেই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়েছিলেন। তাঁকে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণও জানিয়েছেন।প্রধানমন্ত্রীও উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন।বিজেপি নেতা সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে এই খবরটি দিয়েছেন।
Our Hon'ble PM Shri Narendra Modi Ji has accepted our invitation to grace us with his presence at the "লক্ষ কণ্ঠে গীতা পাঠ" event on 24th December at the Brigade Parade Ground, Kolkata, where lakhs of people will gather and resonate the virtues of Sanatana Dharma… pic.twitter.com/68LjJCC7mA
— Dr. Sukanta Majumdar ( মোদীজির পরিবার ) (@DrSukantaBJP) November 17, 2023
রুপোর পাতের ওপর তামা দিয়ে দেবনাগরী হরফে লেখা আমন্ত্রণপত্র আয়োজকরা তুলে দেন মোদীর হাতে। সঙ্গে তাঁরা একটি দূর্গা প্রতিমাও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে গীতাপাঠের পাশাপাশি বক্তব্যও রাখবেন। সূত্র মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে,সম্পূর্ণ বাঙালি পোশাক অর্থাৎ ধুতি পাঞ্জাবী পরেই অনুষ্ঠানে সামিল হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী । গীতার মোট পাঁচটি অধ্যায় পাঠ করা হবে এখানে । গতবছর এই রকম একটি অনুষ্ঠান মায়াপুরে হয়েছিল । তবে এই প্রথম কোনো গীতাপাঠ অনুষ্ঠানে এক লক্ষ মানুষ সরাসরি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি অরাজনৈতিকভাবেই করা হবে আয়োজকরা জানিয়েছে ।