পারদ নামছে নিয়ম মেনেই। তবে হঠাৎ যেন রাজ্যের ( পশ্চিমবঙ্গ ) আবহাওয়ার বিরাট রদবদল ঘটতে চলেছে এই আশঙ্কা প্রকাশ করলেন আবহাওয়াবিদরা। এই সপ্তাহে পারদ হু হু করে কমবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর।

 বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস । যে কারণে আবারও একবার রাজ্যের কিছু অংশের মানুষের ছাতার প্রয়োজন হতে পারে । জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে আবারও একবার নতুন করে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তটি সাইক্লোনে পরিণত হতে পারে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা । নতুন করে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। লন্ডভন্ড হতে পারে সমুদ্র সৈকত।

সম্প্রতি এই বিষয়টি আলিপুর আবহাওয়া দফতরের এক আবহাওয়াবিদ জানিয়েছেন ‘ আগামী রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থিত। সেই সম্ভাব্য নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার ২৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।’

আরও পড়ুন :  ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে হয়? কারা করে এই নামকরণ? বিস্তারিত জানুন।

ডিসেম্বরের শুরুর দিকেই সমুদ্রে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটির নাম হবে ‘মিগজাউম’। একটি রিপোর্ট অনুযায়ী, এটি এ বছরের চতুর্থ ঝড় যেটি ভারত, বাংলাদেশ ও মায়ানমারে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে আগামী তিনদিন তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না। শীতের আমেজ শহরজুড়ে অনুভূত হবে। রাত ও ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব থাকবে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী কয়েক দিন কলকাতায় ১৮.৩ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি ঘোরফেরা করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *