মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন প্রতি মাসে ৪০০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বেতন বৃদ্ধি ঘোষণা করে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর বেতনে কোনও সংশোধন করা হবে না কারণ তিনি দীর্ঘদিন ধরে কোনও বেতন নিচ্ছেন না।
মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির পরে আইন প্রণেতাদের প্রকৃত বেতনের একটি ব্রেকআপ দেন, যার মধ্যে বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য হিসাবে সমস্ত ভাতা এবং অতিরিক্ত বেতন অন্তর্ভুক্ত রয়েছে।
STORY | Mamata Banerjee announces salary hike for Bengal MLAs
READ: https://t.co/sMmRIOzNQi
(PTI File Photo) pic.twitter.com/tdJ0EYBeEW
— Press Trust of India (@PTI_News) September 7, 2023
বিধায়কদের ভাতা-সহ বেতন ছিল ৮১, ০০০ টাকা – বেড়ে হল ১,২১,০০০ টাকা।
রাজ্যের প্রতিমন্ত্রীদের ভাতা-সহ বেতন ছিল ১,০৯,৯০০ টাকা – বেড়ে হল ১,৪৯,৯০০ টাকা।
রাজ্যের পূর্ণমন্ত্রীদের ভাতা-সহ বেতন ছিল ১,১০,০০০ টাকা – বেড়ে হল ১,৫০,০০০ টাকা।
বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’
নিজের বেতন বৃদ্ধি করবেন না বলে বিধানসভার অধিবেশনেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রাক্তন সাংসদ হিসাবে আমি পেনশন বাবদ এক লক্ষ টাকা পাই। এ ছাড়াও, বিধায়ক হিসাবে আমি বেতন পাই। কিন্তু নিই না। আমি আমার বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পাই, তা দিয়েই আমার চলে যায়।’’