এশিয়ান গেমসের কাবাডির ফাইনালে ভারত ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ খেলাটি চলছিল। ভারত ও ইরানের পয়েন্ট তখন ২৮-২৮। ১ মিনিট ৫১ সেকেন্ডের খেলা বাকি তখন।
রেড করতে গিয়েছিলেন পবন। ইরানের কোনও খেলোয়াড়কে স্পর্শ করার আগেই তিনি বাইরে চলে যান। পবনের পিছনে তাড়া করে একজন লাইনের বাইরে চলে এসেছিল। তাঁকে স্পর্শ করেছিল আরও তিন জন সতীর্থ।
যে হেতু ইরানের এক জন ডিফেন্ডার নিজে থেকেই কোর্টের বাইরে চলে যায় । রেফারি প্রথমে ভারতকে তিন পয়েন্ট দিয়েছিল। ইরানকে এক পয়েন্ট। পরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে দু’দলকেই এক পয়েন্ট করে দেওয়ার সিদ্ধান্ত হয় । তখনই ভারতের খেলোয়াড়েরা আপত্তি জানায় ।পুরনো নিয়ম অনুযায়ী ভারতের তিন বা চার পয়েন্ট পাওয়ার কথা। নতুন নিয়ম অনুযায়ী, দু’দলকেই এক পয়েন্ট পাওয়ার কথা।
ইরাকের রেফারি, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার আম্পায়ারেরা এই পরিস্থিতিতে কোন দলকে কত পয়েন্ট দেবে তার সিদ্ধান্ত নিতে পারেনি । সমস্যাটি তৈরি হবার কারণ, টুর্নামেন্ট শুরুর আগে পুরনো বা নতুন নিয়ম কোনটি গ্রাহ্য হবে তা ঠিক ভাবে জানিয়ে দেওয়া হয়নি । পুরনো নিয়মে , ভারতের চার পয়েন্ট পাবার কথা। আবার নতুন নিয়ম কার্যকর হলে দু’দলের ১ পয়েন্ট করে পাওয়ার কথা। স্বভাবতই ভারতীয় দল পুরনো নিয়মের দাবিতে অনড় থাকে এবং ইরান নতুন নিয়মে পয়েন্ট দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি খুব জটিল হয়ে দাঁড়ায়। বার বার রিপ্লে দেখেও সিদ্ধান্ত নিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত রেফারি এবং আম্পায়ারেরা। তাঁদের কার্যত বিভ্রান্ত দেখায় ।
ভারত এবং ইরান দুটি দলই তাদের যুক্তিতে অনড় থাকে । শেষে হস্তক্ষেপ করতে হয় এশীয় কবাডি সংস্থার সেক্রেটারি জেনারেল কে । তিনি রিপ্লে দেখে দু’দলকে এক পয়েন্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রতিবাদ জানান ভারতীয় দলের কোচ ভাষ্করণ। এই পরিস্থিতিতে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ফাইনাল খেলাটি বন্ধ হয়ে রয়েছে।