শুক্রবার গভীর রাতে একটি শক্তিশালী ভূমিকম্প মরক্কোকে কাঁপিয়েছে।এতে আনুমানিক ৬০০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা যাচ্ছে ।
৬.৮ মাত্রার ভূমিকম্পটি পর্যটন কেন্দ্র মারাকেশের ৭২ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভারতীয় সময় শনিবার ভোর ৩ টা ৪১ মিনিটে আঘাত হানে। গত ১২০ বছরের মধ্যে উত্তর আফ্রিকায় এটি সবথেকে শক্তিশালী ভূমিকম্প – ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে রিপোর্টে এমনই বলা হয়েছে।

ঐতিহাসিক শহর মারাকেশের একটি পুরানো মসজিদের ক্ষতি

শনিবার মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রকের আপডেট করা পরিসংখ্যানে দেখা গেছে যে ভূমিকম্পে ৬৩২ জন মারা গেছে, তাদের অর্ধেকেরও বেশি আল-হাউজ এবং তারউদান্ত প্রদেশে। মন্ত্রক ওয়ারজাজেট, চিচাউয়া, আজিলাল এবং ইউসুফিয়া প্রদেশের পাশাপাশি মারাকেশ, আগদির এবং কাসাব্লাঙ্কা এলাকায় মৃত্যুর রেকর্ড করেছে।আরও ৪২৯ জন আহত হয়েছেন, যার মধ্যে ৫১ জনের অবস্থা গুরুতর, মন্ত্রণালয় জানিয়েছে।

https://twitter.com/narendramodi/status/1700340157637865898

শনিবার মরক্কোতে ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অফিসিয়াল এক্স হেন্ডেলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি লিখেছেন – মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। এই দুঃখজনক সময়ে, আমার চিন্তা মরক্কোর জনগণের সাথে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *