মুম্বাই হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম হাসপাতালে ভর্তি। বিষ খাওয়ানো হয়েছে বলে দাবি।

ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হচ্ছে। দাউদকে করাচিতে তার খাবারে বিষ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আসলে, সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী দাবি করছেন যে দাউদ ইব্রাহিম করাচির হাসপাতালে ভর্তি হয়েছেন। অজ্ঞাত কেউ তাকে বিষ যুক্ত খাবার খাইয়েছে বলে দাবি করা হচ্ছে। এ কারণে দাউদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদের গ্যাংয়ের একজন প্রাক্তন সদস্য নিশ্চিত করেছেন যে দাউদ গুরুতর অসুস্থতার কারণে করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে দু’দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। তাকে হাসপাতালের যে ফ্লোরে রাখা হয়েছে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই শুধু সেখানে যেতে দেওয়া হচ্ছে।

পাক সংবাদমাধ্যমেও বিষপ্রয়োগের তথ্য নিয়ে জল্পনা রয়েছে। কর্তৃপক্ষের মুখে কুলুপ। দাউদের পরিবারের তরফে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে বিষক্রিয়ার জল্পনা ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

অন্য দিকে, দাউদের অসুস্থতার খবরের মাঝেই পাকিস্তানের একাধিক এলাকায় ইন্টারনেট সার্ভার ডাউন হয়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এক্স, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যম কাজ করছে না। গোপনীয়তা বজায় রাখার জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইন্টারনেট ডাউন করে রাখা হয়েছে বলে অনেকের ধারণা।

ভারতের ইন্টালিজেন্স ও মুম্বাই পুলিশ দাউদের সম্বন্ধে বিশদ জানার জন্য বিভিন্ন ভাবে তার পরিচিত ও আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করছে।

দাউদ আশির দশকে ভারত থেকে পালিয়ে দুবাই হয়ে পাকিস্তান যায় । শোনা যায়, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিল দাউদ। পাকিস্তান থেকে সে এই হামলা পরিচালনা করেছিল ।

রাষ্ট্রপুঞ্জের খাতায় সে একজন বিশ্বমানের জঙ্গি। আল কায়দা ও তালিবান এর সঙ্গে তার নিবিড় সম্পর্ক। ওসামা বিন লাদেনের সঙ্গে ও তার সম্পর্কের কথা জানা যায়। গোটা বিশ্বজুড়ে জঙ্গিগোষ্ঠীর মাধ্যমে তার মাদক সাম্রাজ্য বিস্তৃত। ভারতের গোয়েন্দা সংস্থা অনেকদিন ধরেই দাউদকে ধরার প্ল্যান তৈরি করছে।

এর আগেও বারবার দাউদের মৃত্যু সংবাদ আসে। কখনও করোনা সংক্রমণের খবর, কখনও হার্ট অ্যাটাকের খবর।

২০২০ সালে করোনা সংক্রমণের কারণে মৃত্যুর খবর

করোনা সংক্রমণের কারণে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের পাকিস্তান থেকে মৃত্যুর খবর পাওয়া যায় । এটা প্রথমবার নয় যখন দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর পাওয়া যায়, এর আগেও দাউদের মৃত্যুর অনেকবার দাবি করা হয়েছিল। কখনো হার্ট অ্যাটাকে দাউদের মৃত্যুর খবর আসে আবার কখনো গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে মারা গেছে এরকম খবর আসে।

২০১৬ সালে গ্যাংগ্রিনের কারণে মৃত্যুর খবর

২০১৬ সালে, খবর ছড়িয়ে পড়ে যে দাউদ তার বাড়িতে হাঁটতে গিয়ে আহত হয়েছে । ডায়াবেটিসের কারণে সেই চোট গ্যাংগ্রিনে পরিণত হয়। দাবি করা হয়েছিল, গ্যাংগ্রিনের কারণে দাউদের পা কেটে ফেলতে হয়েছে । পরে খবর আসে গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কিন্তু এসব খবর পরে মিথ্যা হয়ে যায়।

২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর

২০১৭ সালে, পাকিস্তানি মিডিয়া থেকে জানানো হয়েছিল যে দাউদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তাকে গুরুতর অবস্থায় করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয়েছে । দাউদের ব্রেন টিউমারের চিকিৎসা হয় এবং পরে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরে তার মৃত্যু হয়। এরপর মৃত্যুর খবরকে মিথ্যা ও গুজব বলে আখ্যা দেয় দাউদের সহযোগী ছোট শাকিল।

 

Related Posts

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের।ইসরায়েল শনিবারের সকালে একের পর এক বিমান হামলার মাধ্যমে ইরানের ওপর প্রত্যাখাত করতে শুরু করেছে। এই মাসের শুরুতে ইরান ইসরায়েলের উপরে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রহার করেছিল এটা…

ইসরায়েলের ওপর ইরানের বড় ধরনের হামলা হতে পারে। জো বাইডেন বলেছেন আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় নিবেদিত।

এই মাসের শুরুতে দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার ঘটনায় ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, ইসরায়েলের ওপর ইরানের বড়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।