ক্রিকেটে নেপাল ইতিহাস সৃষ্টি করলো। টি-টোয়েন্টিতে সর্বাধিক দলগত রান! ৩৪ বলে ১০০! ৯ বলে ৫০!

চিত্র সৌ : এক্স

নেপাল ক্রিকেট দল ইতিহাস সৃষ্টি করেছে । ১৯ তম এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে T20I তে নেপাল ৩১৪/৩ বিশাল স্কোর করেছে। তারা T20I তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে করা আফগানিস্তানের ২৭৮/৩ রানের রেকর্ড আজ ভেঙ্গে দিল।

আজ পুরুষদের ক্রিকেটে অভিষেক হচ্ছে মঙ্গোলিয়ার। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২১ সালে মঙ্গোলিয়াকে সহযোগী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি ৯ বলে ৫০ রান করে ।প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে ৫০ রান করেছিল। এই ইনিংসেই যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রড কে এক ওভারে ছটি ছক্কা মারে। আজ যুবরাজের করা সেই রেকর্ডটি নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি ভেঙে দেয়।

নেপাল প্রথমে ব্যাট করে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়।টি-টোয়েন্টির ইতিহাসে নেপালই প্রথম দল যারা ৩০০ রান করল।

কুশল মাল্লা ৫০ বলে ১৩৭ রান করেছে। কুশল মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে।  T20I তে (৩৫ বলে) দ্রুততম সেঞ্চুরির জন্য রোহিত শর্মা এবং ডেভিড মিলারের যৌথ রেকর্ড ছিল।এই রেকর্ডটিও আজ ভেঙ্গে গেল।

জবাবে, মঙ্গোলিয়া ১৩.১ ওভারে ৪১ রানে সকলে আউট হয়ে যায় এবং নেপাল ২৭৩ রানে জয়লাভ করে, যা এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

নেপাল বনাম মঙ্গোলিয়া ম্যাচের বিশ্ব রেকর্ড

 

Exit mobile version