নীতীশ কুমার নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন।

বিহারের রাজনীতি নিয়ে জল্পনা আরও একবার সঠিক প্রমাণিত হল। নীতীশ কুমার রবিবার সকালে যে কাজ করলেন, সেটাই গত কয়েকদিন ধরে ভবিষ্যদ্বাণী করা হচ্ছিল। রবিবার সকালে তিনি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারকে পদত্যাগপত্র দেন। নীতীশ কুমার নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন।

নীতীশ কুমার ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন। এই ২৪ বছরে নীতীশ কুমার ৯ বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন। নিচে তার ৯ বার মুখ্যমন্ত্রী হওয়ার বিবরণ দেওয়া হলো।

প্রথম বার মুখ্যমন্ত্রী (২০০০)

 ৩ মার্চ,২০০০-এ প্রথমবার মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার। সংখ্যাগরিষ্ঠতা সংগ্রহ করতে না পারার কারণে, ১০ মার্চ ২০০০ তারিখে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল।

দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী (২০০৫ – ২০১০)

 ২০০৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে জিতে বিজেপির সমর্থনে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।

তৃতীয় বার মুখ্যমন্ত্রী (২০১০ – ২০১৪)

২০১০ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পরে, নীতীশ আবার মুখ্যমন্ত্রী হন।

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে দলের খারাপ পারফরম্যান্সের কারণে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এ সময় তিনি জিতন রাম মাঞ্জির হাতে মুখ্যমন্ত্রীর পদ তুলে দেন।

চতুর্থবার মুখ্যমন্ত্রী (২০১৫ )

 ২০১৫ সালে দলে অভ্যন্তরীণ কলহ শুরু হলে, জিতন রাম মাঞ্জিকে সরিয়ে দিয়ে আবার মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন।

পঞ্চম বার মুখ্যমন্ত্রী (২০১৫ – ২০১৭)

 ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিরুদ্ধে মহাজোট গড়ে (জেডিইউ, আরজেডি, কংগ্রেস এবং বাম জোট) নির্বাচনের লড়েন। জয়ের পর নীতীশ কুমার আবার বিহারের মুখ্যমন্ত্রী হন।
এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ।উপ-মুখ্যমন্ত্রী হয় তেজস্বী যাদব।

ষষ্ঠবার মুখ্যমন্ত্রী (২০১৭ – ২০২০)

তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরে, নীতীশ কুমার মহাজোট থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ২৬শে জুলাই ২০১৭ এ নিজেই পদ থেকে পদত্যাগ করেন এবং আবার এনডিএ-তে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হন।

সপ্তমবার মুখ্যমন্ত্রী (২০২০ – ২০২২)

২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট করে জয়লাভ করেন । বিজেপির তুলনায় জেডিইউ-র আসন কম থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার।

অষ্টমবার মুখ্যমন্ত্রী (২০২২ – ২০২৪) 

৯ই আগস্ট ২০২২-এ বিজেপির সাথে সম্পর্ক ত্যাগ করে নীতীশ কুমার আরজেডি-র সাথে মহাজোট তৈরি করেন। ১০ই আগস্ট অষ্টমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার।

নবম বার মুখ্যমন্ত্রী (২০২৪)

 ২৮ জানুয়ারী ২০২৪-এ, তিনি লালু প্রসাদ যাদবের দল আরজেডি এর সাথে সম্পর্ক ত্যাগ করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ও সেদিনই বিজেপিকে সাথে নিয়ে বিহারের নবমবার মুখ্যমন্ত্রী হলেন।

 

Exit mobile version