আগামী সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়।

 বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার সাথে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের কারণে আগামী সপ্তাহে ফের বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে (Alipore Weather Office) বলা হয়েছে, জোড়া পশ্চিমীঝঞ্ঝা রয়েছে। সেই কারণেই ক্রমশ্য উর্দ্ধমুখী তাপমাত্রা। আগামী সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই ফের দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি নামবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে সোমবারের আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ মেখলা থাকবে। কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বরের শেষ ও জানুয়ারির প্রথমে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ রবিবার দক্ষিণবঙ্গের আকাশে হালকা কুয়াশা থাকায় দিনের বেলায় গরম অনুভূত হলেও রাত্রের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা হবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গকে শীত মোটামুটি  ‘টাটা বাই বাই’ করলেও উত্তরবঙ্গে বজায় রয়েছে শীতের আমেজ।

শনিবার থেকেই দার্জিলিঙে বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং কালিম্পং এ শিলাবৃষ্টি ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version