সকাল থেকেই বৃষ্টি । ১১ টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা।

আবহাওয়া দপ্তর সকালে রিপোর্টে জানিয়ে দিয়েছে ১১ টি জেলায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিছু জায়গায় বজ্রপাত হতে পারে।

বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে। মঙ্গলবার এর মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

Exit mobile version