রামমন্দির তৈরী। রামলালার প্রাণপ্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষায়। গৃহপ্রবেশ ২২শে জানুয়ারি ‘২৪।

উদ্বোধনী অনুষ্ঠানের আর মাত্র কিছু দিন বাকি থাকতেই অযোধ্যা রাম মন্দিরের কাজ প্রায় শেষের মুখে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক শনিবার গর্ভগৃহের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

“ভগবান শ্রী রামলালার গর্ভগৃহ প্রায় প্রস্তুত। সম্প্রতি, আলোকসজ্জার কাজও সম্পন্ন হয়েছে। আমি আপনার সাথে কিছু ছবি শেয়ার করছি,” ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এক্স-এ একটি পোস্ট দিয়ে জানিয়েছেন।

 

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে ২২শে জানুয়ারী দুপুর ঠিক ১২:৪৫ মিনিটে মন্দিরের গর্ভগৃহে রামলালাকে সিংহাসনে প্রতিষ্ঠা করা হবে। ট্রাস্ট এই অনুষ্ঠানের জন্য সমস্ত সম্প্রদায়ের ৪০০০ জন সাধুকে আমন্ত্রণ জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

শ্রীরাম জন্মভূমি মন্দিরের বিবরণ –

ছবি- সোশ্যাল মিডিয়া ( চম্পত রাই )

প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের প্রধান পুরোহিত থাকবেন কাশীর আচার্য লক্ষীকান্ত দীক্ষিত। প্রাণ প্রতিষ্ঠায় প্রধান জজমান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণপ্রতিষ্ঠার কাজ সম্পন্ন করবেন।

সুপ্রিম কোর্টের রায় দানের পর থেকে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে কিছু স্মরণীয় দিন –

 

Exit mobile version