পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শহর শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের (World Heritage) তালিকায় অন্তর্ভুক্ত হলো ।
শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শহর যেখানে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন।

বীরভূম জেলার বোলপুর শহরের নিকটবর্তী ভুবনডাঙ্গা এলাকায় ১৮৬৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটি গেস্ট হাউস নির্মাণ করেন ও নাম দেন “শান্তিনিকেতন”। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে এখানে “ব্রহ্মচারী আশ্রম” নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন ।

১৯২১ সালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত হয়। ১৯৫১ সালে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়( Central University) হিসেবে ঘোষণা করা হয়।
ভারত, বীরভূম জেলায় অবস্থিত এই সাংস্কৃতিক স্থানটির জন্য ইউনেস্কো (UNESCO) ট্যাগ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল।
কয়েক মাস আগে, আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা ICOMOS দ্বারা এই ল্যান্ডমার্ক সাইট টিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের (World Heritage) তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করে ।ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস (ICOMOS) হল একটি ফ্রান্স-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী স্থাপত্য ও ঐতিহ্য গুলির সংরক্ষণ এবং বৃদ্ধিতে কাজ করে।

আজ ইউনেস্কো তার এক্স হ্যান্ডেল থেকে শান্তিনিকেতন কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে এবং ভারতকে অভিনন্দন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *