এশিয়ান গেমস ২০২৩ : ১০০০০ মিটার দৌড়ে রুপো ও ব্রোঞ্জ। ব্যাডমিন্টনে ইতিহাস।হকিতে পাকিস্তানকে ১০ গোল।

এশিয়ান গেমসে আজ ভারতের কাছে স্কোয়াশে সোনা হারার পর পুরুষদের হকিতেও পাকিস্তানের বড় হার ।ভারত ১০-২ গোলে চূর্ণ করে দিল পাকিস্তানকে।

ভারতের আক্রমণাত্মক মেজাজের সামনে এদিন অসহায় দেখাচ্ছিল পাকিস্তানকে।প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। বাকি দুটি কোয়ার্টারে আসে ৩ টি করে মোট ৬টি গোল। তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান দুটি গোল করে (৩৮ ও ৪৫ মিনিটে), এই সময় ভারত এগিয়ে ছিল ৭-২-এ। শেষ অবধি ১০-২ ব্যবধানে জয় পায় ভারত ।এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সব থেকে বড় জয় ছিল ৭-১ গোলে। সেই রেকর্ড ভেঙে গেল আজ।

আরও পড়ুন: ভারতের দশম সোনা। বদলার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সোনা।

হরমনপ্রীত সিং চারটি গোল করে (১১, ১৭, ৩৩ ও ৩৪ মিনিটে)। বরুণ কুমার ২টি (৪১ ও ৫৪ মিনিটে) এবং ললিত উপাধ্যায় (৪৯ মিনিটে), শামসের সিং (৪৬ মিনিটে), সুমিত (৩০ মিনিটে) ও মনদীপ সিং (৮ মিনিটে) একটি করে গোল করেছেন।

আজই ইতিহাস গড়ল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। সেমিফাইনালে কোরিয়াকে ৩-২-এ হারিয়ে ফাইনালে উঠেছে । প্রথম ম্যাচে জয় পান এইচএস প্রণয়। জিওন হিয়োকিনকে পরাস্ত করেন ১৮-২১, ২১-১৬, ২১-১৯ ব্যবধানে।এরপর ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি হেরে যায় ০-২ ব্যবধানে। লক্ষ্য সেন লি ইউনজুকে ২১-৭, ২১-৯ ব্যবধানে হারিয়ে ফের ভারতকে ২-১ -এ এগিয়ে দেয় । এরপর ডাবলসে ফের পরাজিত হয় ভারত। ০-২ ফলে পরাস্ত হন অর্জুন মাদাতিল ও ধ্রুব কাপিলা। নির্ণায়ক পঞ্চম ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত ১২-২১, ২১-১৬, ২১-১৪ ব্যবধানে হারান চো জিওনিওপকে এবং রচিত হয় নয়া ইতিহাস।ফাইনালে ভারতের প্রতিপক্ষ চীন।

কার্তিক কুমার ও গুলভীর সিং ৩০ সেপ্টেম্বর এশিয়ান গেমসে পুরুষদের ১০ হাজার মিটার অ্যাথলেটিক ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ জেতার পর। ছবি ক্রেডিট : পিটিআই।

ভারতীয় দূর-দূরত্বের দৌড়বিদ কার্তিক কুমার এবং গুলভীর সিং আজ হাংঝোতে এশিয়ান গেমসে পুরুষদের ১০০০০ মিটার দৌড়ে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ পদক জিতেছে।কার্তিক ২৮:১৫:৩৮ সেকেন্ড সময় নিয়ে রুপো এবং গুলভীর ২৮:১৭:২১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে।

ভারতের পদক সংখ্যা:

সোনা : ১০

রুপো :১৪

ব্রোঞ্জ : ১৪

 

Exit mobile version