উত্তরপ্রদেশে তৈরি হতে চলেছে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। কাল ২৩ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে তৈরি হবে এই স্টেডিয়াম। কানপুর এবং লখনৌর পর এটি উত্তরপ্রদেশের তৃতীয় ক্রিকেট স্টেডিয়াম।খরচ প্রাথমিকভাবে ৪৫১ কোটি টাকা ধার্য করা হয়েছে।জমি বাবদ উত্তর প্রদেশ সরকার খরচা করেছে ১২১ কোটি টাকা। বাকি ৩৩০ কোটি টাকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বরাদ্দ করেছে।
শনিবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রাজার বিনি, সচিব জয় শাহও এবং আরো অনেকে।
স্টেডিয়ামটিকে ভগবান শিবের সাথে সম্পর্কিত জিনিসগুলির আকার দেওয়া হবে। স্টেডিয়ামের গম্বুজ হবে ভগবান শিবের ডমরুর মতো, স্টেডিয়ামে লাগানো ফ্লাড লাইট দেখতে হবে শিবের ত্রিশূলের মতো।
শুধু তাই নয়, বেলপত্রের মতো একটি প্রবেশদ্বারও তৈরি করা হবে। দর্শকদের বসার ব্যবস্থা হল সিঁড়ির মতো।বারানসীতে নির্মিত এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি ৩০.৮৬ একর জুড়ে বিস্তৃত। এই স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৩০ হাজার মানুষ বসতে পারবেন। এছাড়া দিবারাত্রির ম্যাচের জন্য স্টেডিয়ামটিকে প্রস্তুত করা হবে।
বারাণসীর কমিশনার জানিয়েছেন, এই স্টেডিয়ামের দিকে যাওয়ার পথটি হবে ভিভিআইপি। স্টেডিয়ামে যাওয়ার প্রতিটি রাস্তা প্রশস্ত ও সুন্দর করা হবে, মানুষ যানজট ছাড়াই স্টেডিয়ামে যেতে পারবে।