মহাকাশে সাফল্যের এক নতুন অধ্যায় রচনা করে এবার ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি ও আরও তিন আন্তর্জাতিক মহাকাশচারী।মহাকাশ অভিযান শেষে পৃথিবীর পথে শুভাংশুরা। দীর্ঘ সময় মহাকাশে গবেষণা ও নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করে, অবশেষে রবিবার থেকে শুরু হয়েছে তাদের পৃথিবীতে ফিরে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়া।
এই প্রত্যাবর্তন শুরু হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সংবেদনশীল বিদায় অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে সহযাত্রীদের সঙ্গে শেষ মুহূর্তের সাক্ষাৎ ও অনুভূতি ভাগ করে নিয়েছেন তাঁরা। গোটা এই ঘটনা—ফেয়ারওয়েল অনুষ্ঠান থেকে শুরু করে আনডকিংয়ের প্রতিটি ধাপ—লাইভ সম্প্রচার করছে নাসা, যাতে বিশ্বজুড়ে মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে।
এই অভিযান শুধুমাত্র বৈজ্ঞানিক দিক থেকেই নয়, ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসেও এক গর্বের মুহূর্ত হয়ে থাকবে। শুভাংশু শুক্লার এই যাত্রা কোটি ভারতবাসীর জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। মহাকাশ জয় করে মানবজাতির কল্যাণে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্নের বাস্তবায়নে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিদায় সংবর্ধনার ঠিক পরের দিন, অর্থাৎ আজ সোমবার, ভারতীয় সময় দুপুর প্রায় দু’টো নাগাদ শুরু হবে আনডকিং প্রক্রিয়া। এই সময় মহাকাশ স্টেশন থেকে পৃথক হয়ে যাবে মহাকাশযান, যার মাধ্যমে শুভাংশু ও তাঁর সঙ্গীরা পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করবেন। আনডকিং শেষে শুরু হবে দীর্ঘ ও সতর্কভাবে পরিকল্পিত রিটার্ন ফ্লাইট, যার লক্ষ্য পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে সুরক্ষিতভাবে জলাভূমিতে অবতরণ করা।
বিশেষজ্ঞদের মতে, এই মহাকাশযানটি ক্যালিফোর্নিয়া উপকূলে স্প্ল্যাশডাউনের মাধ্যমে অবতরণ করবে। এই নাটকীয় ও গুরুত্বপূর্ণ মুহূর্তও সরাসরি সম্প্রচার করা হবে নাসার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। সাধারণ মানুষও তাই ঘরে বসেই দেখতে পারবেন শুভাংশুদের পৃথিবীতে প্রত্যাবর্তনের এক একটি ধাপ- আনডকিং থেকে শুরু করে শেষমেশ সেই বহু প্রতীক্ষিত স্প্ল্যাশডাউন।
এই গোটা ঘটনা শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই নয়, আবেগ, গর্ব ও আন্তর্জাতিক সহযোগিতার এক অসাধারণ নিদর্শন হয়ে থাকবে। এটি ভারতের মহাকাশ ইতিহাসে আরেকটি গৌরবজনক অধ্যায় সংযোজন করল।
১৪ জুলাই, ভারতীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৭টা ৫ মিনিটে), আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হবে স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুল। আনডকিংয়ের পরই ড্রাগনের পৃথিবীমুখী যাত্রা শুরু হবে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি প্রায় ৩০ মিনিট ধরে সরাসরি সম্প্রচার করবে নাসা, যা দেখতে পাবেন দর্শকরা তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে।
এই সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে ড্রাগন মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে পুনঃপ্রবেশের প্রস্তুতি নেওয়ার সময়। এরপরে, যখন ড্রাগন ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধীরে ধীরে নির্ধারিত ল্যান্ডিং জোনে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণের দিকে অগ্রসর হবে, তখন আবার শুরু হবে লাইভ টেলিকাস্ট।
ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর প্রায় ৩টার সময় সমুদ্রে স্প্ল্যাশডাউনের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তাঁর তিন সহযাত্রী। এই অবতরণের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দৃশ্যও সরাসরি সম্প্রচারিত হবে নাসার ওয়েবসাইটে, যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা দর্শকরা এই গর্বের মুহূর্তের সাক্ষী হতে পারেন।