ভোটের দিনে মধুর আলিঙ্গন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের। গত একমাসের ভোটের প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষ একে অপর কে যে অশোভনীয় বাক্যবাণে রীতিমত তুলোধোনা করেছেন তা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ভোটের দিনে হয়তো তার ইতি পড়লো।

আজ ভোটের দিনে সকাল সকাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে টেহলে বেরিয়ে পড়েন তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী। যেখানেই গন্ডগোলের খবর পেয়েছেন সেখানেই ছুটে গেছেন তাঁরা। ভোটার ও দলীয় ভোট কর্মীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন। দুজনেরই শরীরে ভাষায় যুদ্ধ জেতার গন্ধ। এরই ফাঁকে কুসুমগ্রামে সামনাসামনি দেখা হয়ে গেল দুই প্রতিপক্ষের দুই সেনাপতির। দেখা হতেই গাড়ি থেকে নেমে পড়েন দুজনে। রাস্তায় একে অপরকে আলিঙ্গন করার পাশাপাশি কুশল বিনিময় করেন তাঁরা। পরে হাত জোর করে দুজন দুজনকে নমস্কার করতেও দেখা যায় ।

সমাজ মাধ্যমে ও সংবাদমাধ্যমে রাজনৈতিক এই সৌজন্যর ছবি দেখে সাধারণ মানুষ এর প্রশংসা করছেন। বিগত দিনের বিভীষিকাময় ভোট পরবর্তী দিনগুলির কথা অনেকেই স্মরণ করে আগামীদিনেও যাতে এই সম্প্রীতি বজায় থাকে সেই প্রত্যাশাই করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাধারণ ভোট দাতারা। সম্প্রীতি দীর্ঘজীবী হোক।

সমাজ মাধ্যমে অনেকেই লিখেছেন ওপরে সম্প্রীতি আর নীচে তাণ্ডব। নেতাদের দেখে নীচে তলার কর্মীদের কিছু শেখার কথা বলছেন অনেকে। অনেকেই বলছেন ভোট আসে ভোট যায় নেতারা থাকে দুধে ভাতে , খালি হয় খেটে খাওয়া, আধ পেট থাকা অর্ধবস্ত্র মায়ের কোল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *