T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময়সূচি আজ ঘোষণা করলো ICC। টুর্নামেন্ট শুরু হচ্ছে ১লা জুন ও শেষ হবে ২৯শে জুন। টি ২০ বিশ্বকাপের এটি নবম সংস্করণ। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইণ্ডিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১লা জুন সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মুখোমুখি হবে।
টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি হল –
১) মার্কিন যুক্তরাষ্ট্র, ২) ওয়েস্ট ইন্ডিজ, ৩) অস্ট্রেলিয়া, ৪) ইংল্যান্ড, ৫) ভারত, ৬) নেদারল্যান্ডস, ৭) নিউজিল্যান্ড, ৮) পাকিস্তান, ৯) দক্ষিণ আফ্রিকা, ১০) শ্রীলঙ্কা, ১১) আফগানিস্তান, ১২) বাংলাদেশ, ১৩) আয়ারল্যান্ড, ১৪) স্কটল্যান্ড, ১৫) পাপুয়া নিউ গিনি, ১৬) কানাডা, ১৭) নেপাল, ১৮) ভুটান , ১৯) নামিবিয়া, ২০) উগান্ডা
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ:
গ্রুপ এ :
- ১) ভারত
- ২) পাকিস্তান
- ৩) আয়ারল্যান্ড
- ৪) কানাডা
- ৫) মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ বি:
- ১) ইংল্যান্ড
- ২) অস্ট্রেলিয়া
- ৩) নামিবিয়া
- ৪) স্কটল্যান্ড
- ৫) ওমান
গ্রুপ সি:
- ১) নিউজিল্যান্ড
- ২) ওয়েস্ট ইন্ডিজ
- ৩) আফগানিস্তান
- ৪) উগান্ডা
- ৫) পাপুয়া নিউ গিনি
গ্রুপ ডি:
- ১) দক্ষিন আফ্রিকা
- ২) শ্রীলংকা
- ৩) বাংলাদেশ
- ৪) নেদারল্যান্ডস
- ৫) নেপাল
আরও পড়ুন : ইতিহাস সৃষ্টি করে উগান্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে। ২০টি দল চূড়ান্ত।
আরও পড়ুন : ২০৩১ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের সময়সূচী।
ভারতের সময়সূচী নীচে দেওয়া হল
- ভারত বনাম আয়ারল্যান্ড ৫ই জুন (নিউ ইয়র্ক)
- ভারত বনাম পাকিস্তান ৯ই জুন (নিউ ইয়র্ক)
- ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ১২ই জুন (নিউ ইয়র্ক)
- ভারত বনাম কানাডা ১৫ই জুন (ফ্লোরিডা)
T২০ ২০২৪ এর সময়সূচি –
আগের ৮ টি T২০ বিশ্বকাপের ফলাফল –
- দক্ষিণ আফ্রিকা ২০০৭ – বিজয়ী: ভারত; রানার্স আপ: পাকিস্তান
- ইংল্যান্ড ২০০৯ – বিজয়ী: পাকিস্তান; রানার্স আপ: শ্রীলঙ্কা
- ওয়েস্ট ইন্ডিজ ২০১০ – বিজয়ী: ইংল্যান্ড; রানার্স আপ: অস্ট্রেলিয়া
- শ্রীলঙ্কা ২০১২ – বিজয়ী: ওয়েস্ট ইন্ডিজ; রানার্স আপ: শ্রীলঙ্কা
- বাংলাদেশ ২০১৪ – বিজয়ী: শ্রীলঙ্কা; রানার্স আপ: ভারত
- ভারত ২০১৬ – বিজয়ী: ওয়েস্ট ইন্ডিজ; রানার্স আপ: ইংল্যান্ড
- UAE, ওমান ২০২১ – বিজয়ী: অস্ট্রেলিয়া; রানার্স আপ: নিউজিল্যান্ড
- অস্ট্রেলিয়া ২০২২ – বিজয়ী: ইংল্যান্ড; রানার্স আপ: পাকিস্তান।