আজ চাকরির বিনিময়ে জমি দুর্নীতিতে ইডির অফিসে হাজিরা দিয়েছেন তেজস্বী যাদব।

সোমবার, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে ‘চাকরির বদলে জমি’ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদ করেছে। আজ চাকরির বিনিময়ে জমি দুর্নীতিতে ইডির অফিসে হাজিরা দিয়েছেন তেজস্বী যাদব। প্রাক্তন ডেপুটি সিএম তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইডি ১৯শে জানুয়ারি তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল এবং তাঁকে ৩০শে জানুয়ারি পাটনার অফিসে হাজির হতে বলে। এর আগে সোমবার লালু যাদবকে প্রায় ১০ ঘণ্টা জেরা করে ইডি। সোমবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় সংস্থার পাটনার অফিসে যান লালু এবং রাত ৯টার দিকে তিনি বাইরে আসেন ।

আজ ১১:২৫ টায় পাটনায় ইডি-র অফিসে পৌঁছান তেজস্বী যাদব। এখানে তাকে ল্যান্ড ফর জব মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

ইডির অফিসে হাজিরা দিয়েছেন তেজস্বী যাদব । ছবি – পিটিআই

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে এই মামলায় ২০২৩ সালের এপ্রিলে আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি ২২শে ডিসেম্বর আবার সমন পাঠায়, তবে সেবার তেজস্বী সমন উপেক্ষা করেছিলেন।

‘চাকরির বিনিময়ে জমি’ কেলেঙ্কারিটি ২০০৪ থেকে ২০০৯ সালে যখন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন জমির বিনিময়ে রেলওয়েতে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) এফআইআর এর ভিত্তিতে ইডি তদন্ত চালাচ্ছে। ইডি ৯ই জানুয়ারী বলেছে যে এটি ৬০০ কোটি টাকার অপরাধ এবং মামলায় প্রথম চার্জশিট দাখিল করেছে। সাত আসামির মধ্যে আরজেডি প্রধানের স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাদের কন্যা মিসা এবং হেমা যাদবের নাম উল্লেখ রয়েছে এই চার্জশিটে।

সিবিআই ২০২২ সালের অক্টোবরে মামলায় চার্জশিট দাখিল করে। দিল্লির একটি আদালত গত বছরের মার্চ মাসে সিবিআই এর মামলায় আরজেডি প্রধান, রাবড়ি দেবী, মিসা এবং অন্যান্যদের জামিন দেয়।

Exit mobile version