কমিশন সূত্রের খবর, ভোট ঘোষণার আগে পশ্চিমবঙ্গে দুই পর্বে মোতায়েন করা হবে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ প্রথম পর্বে ১লা মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী৷ দ্বিতীয় পর্বে ৭ই মার্চ রাজ্যে আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী৷ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এলাকায় টহলদারি এবং রুট মার্চ চালিয়ে ভোটাদের মধ্যে আস্থা বাড়ানোর উদ্দেশ্যেই এত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে বলে জানা যাচ্ছে৷
জেলা অনুসারে কেন্দ্রীয় বাহিনীর তালিকা
- দার্জিলিংয়ে প্রথম পর্বে ৩ কোম্পানি, দ্বিতীয় পর্বে ২ কোম্পানি, মোট ৫ কোম্পানি
- শিলিগুড়িতে প্রথম পর্বে ১ এবং দ্বিতীয় পর্বে ১ কোম্পানি, মোট ২ কোম্পানি
- কালিম্পং-এ প্রথম পর্বে ১ এবং দ্বিতীয় পর্বে ১ কোম্পানি, মোট ২ কোম্পানি
- দুই পর্ব মিলিয়ে কোচবিহারে ৫ কোম্পানি
- আলিপুরদুয়ারে ৩ কোম্পানি
- জলপাইগুড়িতে ৪ কোম্পানি
- ইসলামপুর পুলিশ জেলায় ৩ কোম্পানি
- রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি
- দক্ষিণ দিনাজপুরে ৪ কোম্পানি
- মালদহে ৭ কোম্পানি
- মুর্শিদাবাদে ৮ কোম্পানি
- নদীয়াতে ৮ কোম্পানি
- হাওড়া জেলায় দুই পর্বে ৯ কোম্পানি
- হুগলি জেলায় ৯ কোম্পানি
- কলকাতা পুলিশ জেলায় ১০ কোম্পানি
- দক্ষিণ ২৪ পরগনায় ৯ কোম্পানি
- বাঁকুড়ায় ৪ কোম্পানি
- পুরুলিয়ায় ৪ কোম্পানি
- বীরভূম পুলিশ জেলায় ৪ কোম্পানি
- ঝাড়গ্রামে ৩ কোম্পানি
- দুই বর্ধমান মিলিয়ে ১১ কোম্পানি
- পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি
- উত্তর ২৪ পরগনায় ২১ কোম্পানি
একেকটা কোম্পানিতে গড়ে ৮০ থেকে ১০০ জন জওয়ান থাকেন। উত্তর ২৪ পরগনা জেলায় সবমিলিয়ে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা দু’হাজারের একটু বেশি হবে। এর একটা বড় অংশ মোতায়েন করা হবে বসিরহাট এবং ব্যারাকপুর পুলিশ জেলায়।
————————–বিজ্ঞাপন————————–
—————————————————————
২০১৯ সালে রাজ্যে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কারা হবে বলে জানা যাচ্ছে।