কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ জেনে নিন সম্পূর্ণ বিবরণ।

কমিশন সূত্রের খবর, ভোট ঘোষণার আগে পশ্চিমবঙ্গে দুই পর্বে মোতায়েন করা হবে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ প্রথম পর্বে ১লা  মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী৷ দ্বিতীয় পর্বে ৭ই মার্চ রাজ্যে আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী৷ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এলাকায় টহলদারি এবং রুট মার্চ চালিয়ে ভোটাদের মধ্যে আস্থা বাড়ানোর উদ্দেশ্যেই এত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে বলে জানা যাচ্ছে৷  

জেলা অনুসারে কেন্দ্রীয় বাহিনীর তালিকা

 একেকটা কোম্পানিতে গড়ে ৮০ থেকে ১০০ জন জওয়ান থাকেন। উত্তর ২৪ পরগনা জেলায় সবমিলিয়ে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা দু’হাজারের একটু বেশি হবে। এর একটা বড় অংশ মোতায়েন করা হবে বসিরহাট এবং ব্যারাকপুর পুলিশ জেলায়।

————————–বিজ্ঞাপন————————–

—————————————————————

 ২০১৯ সালে রাজ্যে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কারা হবে বলে জানা যাচ্ছে।

 

 

Exit mobile version