পূর্ব বর্ধমান সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বীরভূম জেলার জেলাশাসকদের পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার গুজরাট, পাঞ্জাব, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) হিসাবে নিযুক্ত নন-ক্যাডার অফিসারদের বদলির আদেশ জারি করেছে। পূর্ব বর্ধমান সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বীরভূম জেলার জেলাশাসকদের পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ওই চার জেলার জেলাশাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডব্লিউবিসিএস আধিকারিক। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হল।

গত ৩১ শে জানুয়ারি পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার জেলাশাসক পরিবর্তন করে রাজ্য সরকার। সেসময়ের বীরভূম জেলার জেলাশাসক বিধান চন্দ্র রায় কে বর্ধমানের জেলাশাসক ও বর্ধমানের সেইসময়ের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝিকে বীরভূমের জেলাশাসক করা হয়েছিল।

আরও পড়ুন : বর্ধমানের নতুন জেলাশাসক হচ্ছেন বিধানচন্দ্র রায়।

এর আগে ১৮ই মার্চ, কমিশন পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) রাজীব কুমার এবং গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবদের বদলির নির্দেশ দেয়।

পাঞ্জাবের বাথিন্দার সিনিয়র পুলিশ সুপার এবং আসামের সোনিতপুরের এসপির সাথে রাজনৈতিক প্রতিনিধিদের “আত্মীয়তা বা পারিবারিক সম্পর্ক” আছে এই যুক্তিতে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন বলেছে, “প্রশাসন পক্ষপাতদুষ্ট বা কোনো কিছুর সাথে আপোস করা হয়েছে এমন আশঙ্কা দূর করার জন্য এই দুই জেলার আধিকারিকদের অগ্রিম পদক্ষেপ হিসাবে বদলি করা হয়েছে।”

উপরে উল্লিখিত আধিকারিকরা ছাড়াও বৃহস্পতিবার গুজরাটের দুই পুলিশ সুপার (এসপি)-কেও সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। ওই দুই এসপি ছোট উদয়পুর এবং আমদাবাদ গ্রামীণ জেলার দায়িত্বে ছিলেন। পাঞ্জাবের পাঠানকোট সহ ফাজিলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার  চার এসএসপিকে সরানো হয়েছে।ওড়িশার ঢেঙ্কনালের ডিএম সহ দেওগড় ও কটক গ্রামীণ জেলার এসপি দের সরিয়ে দিল নির্বাচন কমিশন।

ইসির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমারের সভাপতিত্বে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর সাথে বৈঠক করার পর এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।

 

Related Posts

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং…

রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট।মমতা জানান, “রায় আমি মানি না।”

২০১০ সালের পর তৃণমূল শাসনে দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়েছে, আজকের পর থেকে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র আর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।