নির্বাচন কমিশন আগামীকাল বিকাল ৩ টার সময় লোকসভার দিনক্ষণ ঘোষণা করবে। ইসিআই-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আগামীকাল, ১৬ই মার্চ এর লাইভ স্ট্রিম করা হবে।
এই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ তৃতীয় বার জয়ী হয়ে সরকার গড়ার আশা করছে, যেখানে বিরোধীরা, I-N-D-I-A জোটের অধীনে একটি অপ্রত্যাশিত ফল করে, এনডিএ-কে ধাক্কা দেবে বলে আশাবাদী।
ভোটের নির্ঘন্ট প্রকাশ হবার সাথে সাথে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে পুরো দেশে। এর পর থেকে ক্ষমতায় থাকা সরকার কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না।
নতুন নির্বাচন কমিশনার নিয়োগ
১৪ই ফেব্রুয়ারি অনুপ চন্দ্র পান্ডের অবসর এবং ৮ই মার্চ অরুণ গোয়েলের আকস্মিক পদত্যাগের পরে নির্বাচন কমিশনে দুটি পদ শূন্য হয়ে যায়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সিলেকশন কমিটি দ্বারা জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে নিয়োগ করা হয়েছে। এই কমিটিতে প্রধানমন্ত্রী মোদী, আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এবং বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী ছিলেন।
জ্ঞানেশ কুমার, ফেব্রুয়ারি মাসে একটি মন্ত্রকের সেক্রেটারি হিসাবে অবসর নিয়েছিলেন, আর সুখবীর সিং সান্ধু, একজন ১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার। ৩১সে জানুয়ারী, ২০২৪-এ মুখ্য সচিবের পদ থেকে অবসর নিয়েছিলেন।
নির্বাচন কমিটির বৈঠকের পরে, লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনারের পদের জন্য সরকারের পছন্দের সাথে মতানৈক্য প্রকাশ করেছেন।