তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আগামী মঙ্গলবার ফের বসতে চলেছে এথিক্স কমিটি।
রাজনৈতিক মহলের খবর, কৃষ্ণনগরের সাংসদের লোকসভার সদস্য পদ খারিজ করার সুপারিশ করতে পারে কমিটি। পূর্ববর্তী বৈঠকে মহুয়া এবং দানিশ আলি সহ বিরোধী দলের এমপি রা বৈঠক বয়কট করে চলেযান তাই তাঁদের ডাকা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
সংসদের এক অবসরপ্রাপ্ত পদাধিকারীর বক্তব্য, যেহেতু মহুয়া এবং অন্য পাঁচ সাংসদ আগের দিনের বৈঠক থেকে মাঝপথে ওয়াকআউট করেছেন তাই তাঁদের নাও ডাকতে পারেন চেয়ারম্যান । বিজেপির সদস্যদের উপস্থিতিতে আগের দিনের অসমাপ্ত শুনানির ভিত্তিতেই চেয়ারম্যান রিপোর্ট চূড়ান্ত করতে পারেন। মহুয়া সদুত্তর দিতে পারেননি, এই যুক্তিতে তাঁর সদস্যপদ খারিজের সুপারিশ করা হতে পারে।
মহুয়া অবশ্য শনিবারই জানিয়েছিলেন, কমিটি তাঁকে ডাকলে ফের যাবেন। সোমবার সারাদিন রয়েছে। যদিও কমিটির মঙ্গলবারের বৈঠকে ডাকতে হলে অবশ্য রবিবারই চিঠি পাঠানো হত বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
এথিক্স কমিটির সুপারিশ কার্যকর করার দায়িত্ব স্পিকারের উপর। তিনি মনে করলে সংসদের বিশেষ কমিটি গঠন করে তাদের সুপারিশটি বিবেচনার জন্য পাঠাতে পারেন। অথবা সঙ্গে সঙ্গে ভোটাভুটির মাধ্যমে কার্যকর করতে পারেন । এর আগে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে ২০০৫- এ লোকসভার দশ এবং রাজ্যসভার দুই সাংসদের সদস্যপদ খারিজ হয়েছিল।
উল্লেখ্য,মহুয়া আগের দিন কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করে স্পিকারকে চিঠি লিখে চেয়ারম্যান বিনয় সোনকরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন । তৃণমূল সাংসদের অভিযোগ, এথিক্স কমিটি জিজ্ঞাসাবাদের নামে সেদিন কার্যত তাঁর ‘মৌখিক বস্ত্রহরণ’ করেছে।স্পিকার ওম বিড়লা মহুয়ার চিঠি নিয়ে কী পদক্ষেপ করেন সে ব্যাপারেও কৌতূহল রয়েছে।
মহুয়া মৈত্র রবিবার অভিযোগ করেন যে বিজেপি তার বিরুদ্ধে “ফৌজদারি মামলা” করার পরিকল্পনা করছে। মহুয়া মৈত্র এক্স এ লিখেছেন, “বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলার পরিকল্পনা করছে । তাদের স্বাগত জানাই। শুধু জেনে রাখুন আমার কত জুতা জোড়া আছে সে প্রশ্ন করার আগে কতজন আছে যারা সিবিআই এবং ইডিকে ১৩০০০০ কোটি টাকার কয়লা কেলেঙ্কারির জন্য আদানির বিরুদ্ধে এফআইআর দায়ের করবে।
Shaking in my skin to know BJP planning crminal cases against me. Welcome them – only know that CBI and ED need to file FIR against Adani for ₹13,0000 crore coal scam before they question how many pairs of shoes I have.
— Mahua Moitra (@MahuaMoitra) November 5, 2023
মহুয়াকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হলে তাঁর সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এখন দেখার জল্পনার পরিণতি কী হয়।