মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল।

মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলেই স্বাক্ষর করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়। জল্পনা চলছিল মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে আলোচনার হতে পারে । কিন্তু রাজ্যপাল সম্মতি দেননি। বিধানসভায় পেশ হলেও মন্ত্রী-বিধায়কদের বেতন বিল নিয়ে আলোচনা হয়নি কাল।

তার ঠিক ১ দিনের মধ্যেই মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বিধানসভার গত অধিবেশনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করা হবে তাই বেতন ও ভাতা সংক্রান্ত আইনে সংশোধনী আনতে চাইছে রাজ্য সরকার।

রাজ্যের তরফে সোমবার বিধানসভায় বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পেশ করা হয়। কিন্তু রাজ্যপাল তাতে সম্মতি দেননি। ফলে বেতন বৃদ্ধি বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি।

বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের বিরোধিতা করে। বিধানসভাতেও তারা সোচ্চার হন । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়েই স্পষ্ট করেছিলেন, তিনি বেতনের বর্ধিত অংশ দিয়ে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের মঞ্চকে আইনি লড়াইয়ের জন্য সাহায্য করবেন।

রাজ্য প্রথম থেকেই অভিযোগ করছিল যে অনেকগুলি ফাইল রাজভবনে অনেকদিন থেকে পড়ে আছে যেগুলিতে রাজ্যপাল সই করছেন না। আশঙ্কা ছিল এই বিলটিতেও রাজ্যপাল সই করবেন না। কিছুটা বিলম্ব করে রাজ্যপাল বেতন বৃদ্ধির ফাইলে সই করে দেন।

৪ ঠা ডিসেম্বর বিধানসভার পরবর্তী অধিবেশন ডাকা হয়েছে। সেখানে এই বিলটিকে নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। বিধানসভায় আলোচনার পাস হওয়ার পর বিলটি আবার রাজভবনে ফিরে আসবে।

Exit mobile version