গুজরাট বিধানসভা সম্পূর্ণরূপে কাগজ বা নথি মুক্ত হলো।শুরু হলো NeVA ।

গুজরাট বিধানসভা।চিত্র সৌ: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

আজ গুজরাট বিধানসভা সম্পূর্ণরূপে কাগজ বা নথি মুক্ত হলো। আজ রাষ্ট্রপতি দম্পতি মুর্মুর উপস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল “এক দেশ এক এপ্লিকেশন” ( National e-Vidhan application, NeVA ) কার্যকর করলেন।এই ঘোষনার পর গুজরাট বিধানসভা সম্পূর্ণরূপের ডিজিটাল হয়ে গেল।

NeVA এমন একটি অ্যাপ্লিকেশন যার দ্বারা কোন কাগজ বা নথি ছাড়াই বিধানসভা, লোকসভা ও রাজ্যসভার সমস্ত আইনি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে।
এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের সমস্ত আইনসভা কে একত্রিত করা।
mNeVA হল NeVA এর একটি ব্যবহারকারী বান্ধব মোবাইল অ্যাপ যা অ্যান্ড্রয়েড এবং আই ও এস -এ উপলব্ধ। এই অ্যাপ আইনসভার সমস্ত কার্যক্রম কে যেকোনো সময়, যেকোনো জায়গায় সবার কাছে এক্সেস যোগ্য করে তুলবে।
নাগাল্যান্ড ভারতবর্ষের প্রথম রাজ্য যে এই অ্যাপ্লিকেশনকে নাগাল্যান্ড বিধানসভায় চালু করেছে।

 

Exit mobile version