ভারতের ধনী ব্যক্তির তালিকা ২০২৩ প্রকাশিত হল। দেখে নিন সম্পূর্ণ তালিকা।

মঙ্গলবার  360 ONE Wealth Hurun India Rich List 2023 প্রকাশিত হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে ২ নাম্বার থেকে ১ নাম্বারে উঠে এসেছেন।

হুরুন এর লিস্ট অনুযায়ী ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ২৫৯ জন। তার মধ্যে ৩৮ জন নতুন। ধনীদের তালিকায় থাকা ৬৫% ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ প্রায় $১ ট্রিলিয়ন। যেটা অনেক দেশের মোট জিডিপির সমান।

২০২৩ সালে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ২% বৃদ্ধি পেয়েছে। মোট সম্পত্তির পরিমাণ ৮,০৮,৭০০ কোটি। মুকেশ আম্বানি ও গৌতম আদানির মধ্যে এখন সম্পত্তির পার্থক্য ৩,৩০,০০০ কোটি। মুকেশ আম্বানি ২০২৩ এ ভারতবর্ষের সবথেকে ধনী ব্যক্তি।

গৌতম আদানির সম্পত্তি ৫৭% হ্রাস পেয়েছে। তার এখন মোট সম্পত্তির পরিমাণ ৪,৭৪,৮০০ কোটি। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

ভারতের ১০ জন ধনী ব্যক্তির তালিকা নিচে দেওয়া হল (২০২৩ )

রাঙ্কিং নাম ব্যবসা সম্পত্তির পরিমানসম্পত্তির পরিবর্তন
1মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৮০৮৭০০ কোটি ২% +
2গৌতম আদানি আদানি গ্রুপ৪৭৪৮০০ কোটি৫৭% -
3সাইরাস এস পুনাবালা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ২৭৮৫০০ কোটি৩৬% +
4শিব নাদার এইচসিএল টেকনোলজি ২২৮৯০০ কোটি২৩% +
5গোপীচাঁদ হিন্দুজা হিন্দুজা গ্রুপ ১৭৬৫০০ কোটি ৭% +
6দিলীপ সাংভি সান ফার্মাসিটিক্যাল ১৬৪৩০০ কোটি২৩% +
7এল এন মিত্তাল আর্সেলর মিত্তল১৬২৩০০ কোটি ৭% +
8রাধাকিশন দামানি ডি-মাট রিটেল১৪৩৯০০ কোটি১৮% -
9কুমার মঙ্গলম বিড়লা আদিত্য বিড়লা১২৫৬০০ কোটি ৫% +
10নিরাজ বাজাজ বাজাজ অটো ১২০৭০০ কোটি ৭% +

 

Exit mobile version