আইসিসি (ICC) পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর মাত্র ১৫ দিন বাকি থাকতে ইভেন্টের অফিসিয়াল থিম সং ‘দিল জশন বোলে’, প্রকাশিত হলো।

সংগীতটির সুর দিয়েছেন বলিউডের স্বনামধন্য সংগীতকার প্রীতম। অভিনয় করেছেন রণবীর সিং। গানটির মধ্যে রণবীর সিং এর সঙ্গে নাচতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা কে।

আইসিসি তার এক্স হ্যান্ডেল থেকে আজ ভিডিওটি শেয়ার করেছে।

অফিসিয়াল থিম সং লঞ্চে, রণবীর সিং বলেছেন “আমি ক্রিকেটের মস্ত বড় ফ্যান। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য এই থিম সং। লঞ্চের অংশ হওয়া সত্যিই একটি সম্মানের”

প্রীতম তার অনুভূতি শেয়ার করতে গিয়ে বলেছেন , “ক্রিকেট ভারতের সবচেয়ে বড় আবেগ এবং সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য ‘দিল জশন বোলে’ রচনা করা আমার জন্য একটি অসাধারণ সম্মানের বিষয়।
এই গানটি শুধুমাত্র ১.৪ বিলিয়ন ভারতীয় অনুরাগীদের জন্য নয়, তাদেরও জন্য যারা সমগ্র বিশ্ব থেকে সর্বকালের সবচেয়ে বড় এই অনুষ্ঠানে অংশ হওয়ার জন্য ভারতে এসেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *