কলকাতা হাই কোর্টে মেডিক্যালে ভর্তি মামলার সব প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট।

কলকাতা হাই কোর্টে মেডিক্যালে ভর্তি মামলার সব প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সোমবার মামলার শুনানি হবে। তার আগে পর্যন্ত এই মামলার সব বিচারপ্রক্রিয়া স্থগিত করা হল।

 মেডিক্যালে ভর্তির একটি জাল সার্টিফিকেট কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । রায়দানের কিছুক্ষণের মধ্যেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটিকে মুলতবি করে দেয়। এরপরে শুরু হয় দ্বন্দ্ব। দুটি বেঞ্চের মধ্যে ২৪ ও ২৫ জানুয়ারী পরস্পর পরস্পরের আদেশে একে অপরকে তিরস্কার করে। 

শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে পদক্ষেপ করে। জরুরি ভিত্তিতে শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসে। বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। বিচারপতি সূূর্যকান্ত ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টে শনিবার রাজ্যের পক্ষ থেকে ছিলেন আইনজীবী কপিল সিব্বল।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের দ্বন্দ কি?

           ১) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে। তাঁকে বিরক্ত করা চলবে না।

           ২) বিচারপতি সিনহার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মামলার সময় ‘লাইভ স্ট্রিমিং’ বন্ধ করতে হবে।

          ৩) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির যে দু’টি মামলা আছে তা খারিজ করতে হবে।

বৃহস্পতিবার দুই বিচারপতির মধ্যে এই অপ্রত্যাশিত দ্বন্দ দেখা দেওয়ার পর, বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে দেওয়া হয়েছে। রাতে হাইকোর্ট নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। এরপরই আজ সুপ্রিম কোর্ট সমস্ত মামলা সোমবার পর্যন্ত স্থগিত করে দিল।

 

 

 

Exit mobile version