তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল। জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল। আজ ব্রিগেডের জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। এই  জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ৪২ জন প্রার্থী কে নিয়ে মঞ্চের সঙ্গে যুক্ত বিশাল রেম্পে হাঁটেন।

কেন্দ্র ও প্রার্থীদের তালিকা

  • ১) কোচবিহার- জগদীশ চন্দ্র বাসুনিয়া
  • ২) আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক
  • ৩) জলপাইগুড়ি – নির্মলচন্দ্র রায়
  • ৪) দার্জিলিং – গোপাল লামা
  • ৫) রায়গঞ্জ – কৃষ্ণ কল্যাণী
  • ৬) বালুরঘাট – বিপ্লব মিত্র
  • ৭) মালদহ উত্তর – প্রসূন বন্দ্যোপাধ্যায় (অবসরপ্রাপ্ত আইপিএস)
  • ৮) মালদহ দক্ষিণ – শাহনওয়াজ আলি রেহান
  • ৯) জঙ্গিপুর – খলিলুর রহমান
  • ১০) বহরমপুর – ইউসুফ পঠান
  • ১১) মুর্শিদাবাদ – আবু তাহের খান
  • ১২) কৃষ্ণনগর – মহুয়া মৈত্র
  • ১৩) দমদম – সৌগত রায়
  • ১৪) বারাসত – কাকলি ঘোষদস্তিদার
  • ১৫) বসিরহাট – হাজি নুরুল ইসলাম
  • ১৬) জয়নগর – প্রতিমা মণ্ডল
  • ১৮) মথুরাপুর – বাপি হালদার
  • ১৯) ডায়মন্ড হারবার – অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • ২০) যাদবপুর – সায়নী ঘোষ
  • ২১) কলকাতা উত্তর – সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • ২২) কলকাতা দক্ষিণ – মালা রায়
  • ২৩) হাওড়া – প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • ২৪) উলুবেড়িয়া – সাজদা আহমেদ
  • ২৫) শ্রীরামপুর – কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • ২৬) হুগলি – রচনা বন্দ্যোপাধ্যায়
  • ২৮) আরামবাগ – মিতালি বাগ
  • ২৮) তমলুক – দেবাংশু ভট্টাচার্য
  • ২৯) কাঁথি – উত্তম বারিক
  • ৩০) ঘাটাল – দেব
  • ৩১) মেদিনীপুর – জুন মালিয়া
  • ৩২) ঝাড়গ্রাম – কালীপদ সরেন
  • ৩৩) বর্ধমান-দুর্গাপুর – কীর্তি আজ়াদ
  • ৩৪) আসানসোল – শত্রুঘ্ন সিন্‌হা
  • ৩৫) বীরভূম – শতাব্দী রায়
  • ৩৬) বিষ্ণুপুর – সুজাতা মণ্ডল
  • ৩৭) পুরুলিয়া – শান্তিরাম মাহাতো
  • ৩৮) বাঁকুড়া – অরূপ চক্রবর্তী
  • ৩৯) বনগাঁ – বিশ্বজিৎ দাস
  • ৪০) রানাঘাট – মুকুটমণি অধিকারী
  • ৪১) ব্যারাকপুর – পার্থ ভৌমিক
  • ৪২) বর্ধমান পূর্ব – শর্মিলা সরকার

উল্লেখযোগ্যভাবে ঘাটাল কেন্দ্রে দেবের নাম থাকলেও মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানকে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস।
 

Related Posts

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। আজ ১লা নভেম্বর (শুক্রবার) থেকে ট্রেনের টিকিটের অগ্রিম রিজার্ভেশননের সময়কাল (ARP) ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। যে সকল যাত্রীরা…

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।