ব্রিগেডের ডাক দিল তৃণমূল কংগ্রেস। ১০ মার্চ হবে ‘জনগর্জন সভা’।

ব্রিগেডের ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী ১০ মার্চ সকাল ১১ টা থেকে শুরু হবে বিগ্রেড সভা। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানানো হবে এই সমাবেশ থেকে ।

বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ আটকে দিয়েছে কেন্দ্র। এই অভিযোগে নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া আদায়ের জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী সাথে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রাপ্য অর্থ কিছুতেই দিচ্ছে না কেন্দ্র, তাই এই সমস্ত দাবিকে সামনে রেখেই সমাবেশ করতে চলেছে তৃণমূল।

লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে নির্বাচনের পূর্বে ১লা ,২রা ও ৮ই মার্চ বাংলায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার দু’দিন পরেই ব্রিগেডে সভার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার সেই সমাবেশের পোস্টার সামনে এসেছে। পোস্টারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে।

২০১১ সালে রাজ্যে ক্ষমতা দখলের পরে ২১ জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করেছিল তৃণমূল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও এক বার ব্রিগেড সমাবেশ করে ছিল তৃণমূল। সে বার বিজেপি বিরোধী সমস্ত নেতাদের এক মঞ্চে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Exit mobile version