ধুপগুড়ি ছিনিয়ে নিলো তৃণমূল। ধুপগুড়ি উপনির্বাচন বিজেপি ও তৃণমূল দুই দলের কাছেই লোকসভা ভোটের পূর্বে শক্তি ও সম্মানের লড়াই। এই লড়াইয়ে জয়ী তৃণমূল।
ধুপগুড়ির নির্বাচন কে কেন্দ্র করে অভিষেক ও শুভেন্দুর মধ্যে প্রচার যুদ্ধ চরমে ওঠে। রাজবংশী ও চা বাগানের শ্রমিকদের ভোটই এখানে নির্বাচনের ফলাফল ঠিক করে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী ৪৩০৯ ভোটে জয়ী হন।
https://twitter.com/abhishekaitc/status/1700071220270739883
এই জয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা আনন্দে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।
ধুপগুড়ি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা তো জানা ছিল কিন্তু ব্যবধান তৈরি করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ বেলায় প্রচারে এসে ধুপগুড়িকে মহকুমা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। বিশেষজ্ঞদের মতে শেষ বেলার প্রচারে অভিষেক ব্যানার্জি এই প্রতিশ্রুতি তৃণমূলের জয়কে নিশ্চিত করে।
ফল ঘোষণার পর পরাজিত বিজেপি প্রার্থী তাপসী রায় বলেন “শেষ বেলায় মহকুমা করার ঘোষণা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিয়েছিল”।
তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায় তার দলবল নিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করাকে ধুপগুড়ির সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি বলে অনেকের মত।
ভোটের ফলাফল
- তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় – ৯৭৬১৩ টি ভোট।
- বিজেপি প্রার্থী তাপসী রায় – ৯৩৩০৪ টি ভোট।
- সিপিআইএম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় – ১৩৭৫৮ টি ভোট।