উত্তরাখণ্ডে লাগু হতে চলেছে UCC । আজ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উত্তরাখণ্ড মন্ত্রিসভা ইউসিসির (UCC) খসড়া পাস করেছে। এবার এটিকে বিধানসভার সামনে রাখা হবে। UCC আলোচনার জন্য উত্তরাখণ্ড বিধানসভার বৈঠক ৫ – ৮ই ফেব্রুয়ারির মধ্যে ডাকা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ৬ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ড রাজ্য বিধানসভায় ইউসিসির (UCC) খসড়া পেশ করা হবে।
VIDEO | Uttarakhand CM Pushkar Singh Dhami (@pushkardhami) chaired a cabinet meeting in Dehradun earlier today to discuss the UCC draft submitted by Desai Committee.#UCCInUttarakhand #UniformCivilCode pic.twitter.com/DIbEiMMWzS
— Press Trust of India (@PTI_News) February 4, 2024
উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) খসড়া তৈরির জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে । প্রায় ৭৫০ পৃষ্ঠার UCC খসড়াটিতে চারটি খণ্ডে বিস্তৃত। খসড়াটিতে হিন্দি ভাষায় লেখা এবং এতে ‘উর্দু’ বা অন্য কোনো ভাষার একটি শব্দও নেই।
খসড়া টি হাতে পাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন “আমরা অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের অধীনে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি উত্তরাখণ্ডে ইউসিসির জন্য একটি খসড়া তৈরি করার জন্য। ২০২২ সালে সরকার গঠনের পর আমরা আমাদের জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়া আমাদের প্রতিশ্রুতি পূরণের একটি পদক্ষেপ। “
ইউসিসি কমিটির একজন সদস্য বলেছেন, চূড়ান্ত ইউসিসি খসড়াটি সমস্ত বিষয়ে নজর রেখে করা হয়েছে। লিঙ্গ সমতা বা স্বেচ্ছাচারিতা এবং বৈষম্য দূরীকরণ, সম্পত্তির অধিকার সম্পর্কিত অভিন্ন আইন থেকে দত্তক নেওয়ার নিয়ম পর্যন্ত এই খসড়ায় আছে। (সঠিকভাবে জানা না গেলেও বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে যা জানা গেছে )
এই খসড়াটিতে ইদ্দত , হালালা এবং তিন তালাকের মতো অনুশীলনের জন্য কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে।
কমিটির অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে লিভ-ইন সম্পর্ককে বৈধ করা কিন্তু এই ধরনের দম্পতিদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে । খসড়ায় নারীদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করার সুপারিশ করা হয়েছে এবং উত্তরাধিকারে পুরুষদের সমান অধিকার থাকবে নারীদের। কমিটি সকল সম্প্রদায়ের জন্য একই দত্তক আইন নিশ্চিত করার জন্য জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইনের অধীনে বিদ্যমান আইনগুলি ব্যবহারের সুপারিশ করেছে।