আপনাকে কোথাও আধার কার্ড জমা দিতে হবে কিন্তু আধারের অপব্যবহার থেকে বাঁচতে আপনি ভয় খাচ্ছেন আধার কার্ড এর ফটোকপি দিতে। ফ্রড থেকে বাঁচতে এবার নিশ্চিন্তে আপনার আধার কার্ডের Mask কপি দিন। হয়তো আপনি প্রথমবার এই Mask Aadhaar এর নামটি শুনলেন। প্রতারণার হাত থেকে বাঁচতে আধারের Mask কপি ব্যবহার করুন।

Mask Aadhaar কি?

Unique Identification Authority of India বা ইউআইডিএআই (UIDAI) ভারতের প্রধানতম বায়োমেট্রিক পরিচয়পত্র আধার কার্ড-এর অপব্যবহার আটকানোর জন্য একটি বিশেষ উপায় নিয়ে এসেছে, যাকে বলা হয় Mask Aadhaar। এই ধরনের ব্যবস্থায় ব্যক্তির আধার কার্ডে ৮টি ডিজিট দেখা যায় না, শুধুমাত্র শেষের চারটি সংখ্যা দৃশ্যমান থাকে। এতে প্রতারিত হবার সম্ভাবনা অনেক কম থাকে।

মোবাইল থেকে কিভাবে Mask Aadhaar ডাউনলোড করবেন

১. Mask Aadhaar কার্ড ডাউনলোড করার জন্য প্রথম গুগল প্লে স্টোরে যান। সেখান থেকে maadhaar APP ইনস্টল করুন।

২. APP টি ওপেন করলে কিছু অপশন দেবে সেগুলোকে স্কিপ করুন।

৩. এরপর আপনার কাছে কিছু consent চাইবে। আপনি I consect এ click করুন।

৪. এরপর ল্যাঙ্গুয়েজ অপশন আসবে ইংলিশ। আপনি কন্টিনিউ বাটনে click করুন।

৫. আপনার আধার-লিঙ্ক যুক্ত Mobile No টি  টাইপ করে নেক্সট করুন।

৬. আপনি যে Mobile No টি দিয়েছেন তাতে একটি OTP আসবে। OTP টি টাইপ করে সাবমিট করুন।

৭. এরপর Download Aadhaar অপশনে click করুন।

৮. এরপর আপনাকে দুটি অপশন দেবে  ১) রেগুলার আধার  ২) মাস্ক আধার। আপনি মাস্ক আধারে click করুন।

৯. এবার আপনাকে তিনটি অপশন দেবে ১) আধার নাম্বার ২) ভার্চুয়াল আইডি নাম্বার ৩) এনরোলমেন্ট আইডি নাম্বার। এই তিনটির মধ্যে আপনার কাছে যে নাম্বার থাকবে সেটি ক্লিক করুন। ধরুন আপনার কাছে আধার নাম্বার আছে। আপনি আধার নাম্বারে click করুন।

১০. এরপর আপনার আধার নাম্বার টাইপ করুন। নিচে captcha code টাইপ করুন। Request OTP করুন।

১১. আপনার মোবাইলে একটি OTP আসবে সেটি টাইপ করুন ও Verify অপশন এ click করুন।

১২. এরপর আপনার মোবাইলে ওপেন অপশন আসবে। এই  pdf  ফাইলটিকে ওপেন করতে গেলে একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। পাসওয়ার্ডটি এইরকম হবে, উদাহরণ যদি আপনার নাম AMITAVA হয় এবং আপনার জন্ম সাল ২০০১ হয় তবে পাসওয়ার্ড হবে AMIT2001। পাসওয়ার্ড দেওয়ার পর pdf টি খুলে যাবে এবং আপনি একটি Mask Aadhaar কার্ড পাবেন।

কম্পিউটার থেকে কিভাবে Mask Aadhaar কার্ড ডাউনলোড করবেন

১. Mask Aadhaar কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে myaadhaar.uidai ওয়েবসাইটে যান এবং Login করুন।

২. আপনার আধার নম্বর দিন, এরপর  captcha code-টি দেখে দেখে সঠিকভাবে টাইপ করুন। এরপর Send OTP-তে click করুন।

৩. আপনার আধার-লিঙ্ক যুক্ত ফোন নম্বরে একটি OTP আসবে, যা আপনাকে ফাঁকা জায়গায় enter করতে হবে। তার পর আবার Login-এ click করুন।

৪. এবার Services section থেকে Download Aadhaar বিকল্পটি বেছে নিন।

৫. এখানে Review your Demographics Data-র তালিকায় ক্লিক করে তার অধীনে Do you want a masked Aadhaar লেখাটিতে ক্লিক করুন।

৬. তারপর Download-এ click করুন।

৭. এখানে ক্লিক করলেই পিডিএফ ফর্ম্যাটে আপনার Mask Aadhaar ডাউনলোড হয়ে যাবে।

৮. Mask Aadhaar কার্ড খুলতে আপনার একটি পাসওয়ার্ড-এর প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি হল — আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং আপনার জন্ম সাল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *